মিরসরাইয়ে ড্রেজারডুবি: নিখোঁজ ৮ জনের মধ্যে ৪ লাশ উদ্ধার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

বঙ্গপোসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে ড্রেজারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরো তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত নিখোঁজ আট শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হলো।

বুধবার (২৬ অক্টোবর) সকালে ডুবে যাওয়া বালুর ড্রেজারের ভেতর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। বাকি চারজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

গত সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের কিনারে থাকা একটি বালুর ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারের ভেতরে নয়জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠলেও বাকিক আটজন নিখোঁজ হন।

পরদিন মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাঁচ সদস্যের একটি ডুবরিদল তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ শ্রমিকদের একজনের মরদেহ সাগর কিনারে ভেসে আসলে মিরসরাই ফায়ার সার্ভিসকর্মীরা তা উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ