সেন্ট মার্টিনে ১৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
সেন্ট মার্টিনে ১৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে

 কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন সৈকতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ১৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলো জেটির কাছাকাছি নোঙর করা ছিল।

সোমবার সকালে জোয়ারের সময় সাগর উত্তাল থাকায় নোঙর করা এসব ট্রলার ডুবে যায়। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় অনেকদিন ধরে ট্রলারগুলো তীরে নোঙর করা অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দ্বীপে সকাল থেকে প্রবল ঝোড়ো বাতাস বইছে। এ কারণে সাগরের উত্তাল ঢেউ তীরে আঘাত হানছে। এতে ট্রলারগুলো ডুবে যায়।

এদিকে, ঘূণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাস শুরু হয়েছে। জেটির কাছাকাছি নোঙরে থাকা কয়েকটি ফিশিং ট্রলার ডুবে গেছে। তার মধ্য সাগরে ভেসে গেছে দুটি ট্রলার। উপকূলের লোকজনকে সরিয়ে দ্বীপের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ