‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে এম মাহবুব কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, সদর থানার ওসি স ম কাইয়ুম।
এ সময় বক্তারা বলেন, দুর্ঘটনা রোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকলে দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে।