নিত্যপণ্যের চড়া দামের সঙ্গে বাড়ছে জীবন ধারণের অন্যসব ব্যয়। এই ব্যয় সামলাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলো খরচের হিসাব মেলাতে পারছে না। ফলে একে একে নানা ব্যয় কমিয়ে সামলাতে হচ্ছে পরিস্থিতি। এ অবস্থায় চাপে পড়েছে উচ্চ মধ্যবিত্ত শ্রেণির মানুষও। ব্যয়ে কাটছাঁট করছেন তারাও। এ কারণে শহরের বিপণিবিতানগুলোতে কমে যাচ্ছে বেচাকেনা। ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল পরিস্থিতি। এখন আবার তা বদলে যাচ্ছে। বেচাকেনা কমে গেছে আগের চেয়ে।
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এসময়ে ৯৮৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৯৮ জনে
চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা ২ বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এর পরের মাস সেপ্টেম্বরে তা কমে ১৫৩ কোটি ৯৫ লাখ বা ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে নেমেছে। সদ্য বিদায়ী অক্টোবর মাসে রেমিট্যান্সের এ ধারা আরও নিম্নগামী
৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণদের মধ্য থেকে ১ হাজার ৯২৯ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালায়ের নবনিয়োগ শাখার সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ গেজেট প্রকাশ করা হয়
ডিফেন্ডার জয়নব বিবি রিতা ছাড়া একাদশের বাকি ১০ জনের একসাথে অভিষেক হলো আন্তর্জাতিক ফুটবলে। জয়নব বিবি এর আগে খেলেছেন মাত্র একটি ম্যাচ। এক কথায় পুরোপুরি ‘নতুন এক বাংলাদেশ’ নিয়েই মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করলেন নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানীর ছোটন.