ভারতীয় ভিসা চেক | ভারতীয় ভিসা ফি ২০২৪

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২০ জুলাই, ২০২৪
ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করা হয়?
ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করা হয়?

ভারতীয় ভিসা চেক | ভারতীয় ভিসা ফি ২০২৪

ভারত যেতে চান কিন্তু ভারতীয় ভিসা সম্পর্কে কিছু জানেন না? কোনো সমস্যা নেই। আমাদের আজকের এই আর্টিকেলে পাবেন ভারতীয় ভিসা চেক সম্পর্কে আপনার সব প্রশ্নের সঠিক উত্তর। মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, কাজের ভিসা, ভারতীয় ভিসায় কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এই আর্টিকেলে। আসুন শুরু করি। 

 

ভারতীয় ভিসা ২০২৪ পরিচিতি 

আপনি যদি আপনার ভারতীয় ভিসার চেক করতে চান তাহলে আপনি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (IVAC) অফিসিয়াল ওয়েবসাইট অথবা বাংলাদেশের ভারতীয় দূতাবাস/কনস্যুলেটে যেতে পারেন। 

 

বিভিন্ন কারনে ভরতীয় ভিসা আমাদের প্রয়োজন হয়। যেমন শিক্ষা, পর্যটন কিংবা ভ্রমন, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, পেশাগত প্রয়োজন ইত্যাদি হতে পারে। তবে এই ভিসা পেতে হলে কিছু অত্যাবশ্যক ডকুমেন্টস জরুরী। আর এই ডকুমেন্টস কি কি হতে পারে তা বিস্তারিত আজকের এই আর্টিকেলে খুব সহজেই আপনি পেয়ে যাবেন। সুতরাং সাথেই থাকুন। 

 

ইন্ডিয়ান ভিসা কত প্রকার? 

ভারতীয় ভিসা কারণ অনুযায়ী বিভিন্ন ধরণের হতে পারে। যেমন: 

 

১. ভারতে ভ্রমণের জন্য অনুমতি পত্রই হলো সেই দেশের  ভিসা। যারা ভারতে ভ্রমণ করতে চান তাদের জন্য এই ভিসা আবশ্যক। 

 

২. অনেকেই ডাক্তারি কিংবা বিভিন্ন বিষয়ে পড়তে যান ভারতে। সেক্ষেত্রে ভারতীয় ভিসার প্রয়োজন হয় 

 

৩. ব্যবসা বাণিজ্য করতে অনেককেই ভারতে যেতে হয়। সেখানেও ভারতীয় ভিসার প্রয়োজন হয়।

 

৪. চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে হলেও ভিসা সেক্ষেত্রে অত্যাবশ্যক।

 

৫. বিভিন্ন পেশাগত কারণে কেউ ভারতে যেতে হলে তাতেও ভারতীয় ভিসার প্রয়োজন হবে। 

 

৬. অন্যান্য সামাজিক বা কার্যকরি যেকোনো উদ্দেশ্যেো বিশেষ করে কোনো কোনো সময় পরিবারের সদস্য সহ বিশেষ উদ্দেশ্যে ভারতে গেলে ভারতীয় ভিসা প্রয়োজন হতে পারে।

 

এক্ষত্রে প্রতিটি ভিসার ধরণ অনুসারে প্রয়োজনীয় ডকুমেন্টস ও শর্তাবলী ভিন্ন ভিন্ন হতে পারে। মূলত আবেদনকারীর উদ্দেশ্যের উপর নির্ভর করে কোন ডকুমেন্টস কোথায় প্রযোজ্য।

 

ভারতীয় ভিসা পেতে কি কি ডকুমেন্টস লাগে? 

ভারতীয় ভিসা পেতে সাধারণত যেসব ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে:

 

১. আবেদন ফর্ম: অনলাইন অথবা অফলাইনে পূরণ করতে হয় ভারতীয় ভিসার আবেদন ফর্ম।

 

২.পাসপোর্ট: ভারতীয় ভিসার স্ট্যাম্পযুক্ত পাসপোর্ট থাকতে হবে। তাছাড়া পাসপোর্টের মেয়াদ উল্লেখ থাকতে হবে। মেয়াদ উর্ত্তিন্ন পাসপোর্ট গ্রহণযোগ্য নয়। 

 

৩. ছবি: সাধারণত আপনার পাসপোর্ট সাইজ ছবি আবেদন ফর্মে আপলোড করতে হবে।

 

৪. অনুমোদন পত্র: কিছু কিছু ভিসার ক্ষেত্রে বিশেষ অনুমোদন পত্র প্রয়োজন পড়ে। 

 

৫. ফাইনান্সিয়াল প্রমাণপত্র: ফাইনান্সিয়াল প্রমাণপত্র লাগতে পারে কিছু কিছু ভিসা প্রক্রিয়ায়।

 

আপনার অবস্থান, ভিসার ধরণ শ্রেণী কিংবা আবেদনের ধরণ অনুযায়ী আরো বিভিন্ন ডকুমেন্টস প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ভারতীয় ভিসা প্রক্রিয়া সম্পর্কে আরো তথ্য জানতে আপনি চাইলে সরাসরি কোনো ভিসা অফিস বা অনলাইন থেকে পরামর্শ নিতে পারেন।

 

ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করা হয়?

চলুন জেনে নিই ভারতীয় ভিসা চেক কিছু ইজি স্টেপ

 

১. প্রথমে ভারতীয় ভিসা এপ্লিকেশন পোর্টালে (https://indianvisaonline.gov.in) ঢুকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক’ অপশন নির্বাচন করতে হবে। এবার আপনার আবেদন নম্বর ও জন্ম তারিখ সেট করে আপনি ভিসার অবস্থা চেক করতে পারেন।

 

২. এমব্যাসি বা কনসুলেটে যোগাযোগ করতে পারেন। অনলাইনে চেক করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে এমব্যাসি বা কনসুলেটে ফোন করে ভিসার অবস্থা জানা যায়। 

 

ভারতের ভিসা করতে কত টাকা লাগে ২০২৪?

এবার জেনে নেওয়া যাক ভারতীয় ভিসা এপ্লিকেশনের জন্য আবেদন ফি ও অন্যান্য খরচের তথ্য কোথায় পাবেন সে ব্যাপারে। 

 

ধরণ অনুযায়ী ভারতের ভিসা করতে কত টাকা লাগে তা https://www.in.ckgs.us/visa/

এই ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। 

 

ইতি কথা

আশা করি ভারতীয় ভিসা চেক করতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন তা এই আর্টিকেলে আপনি পেয়ে গেছেন। ভিসার শ্রেণিভেদে তা আমরা সাজানোর চেষ্টা করেছি। ভিসার খরচের তথ্য কিভাবে জানবেন তাও জানিয়েছি। আশা করি ভারতীয় ভিসা চেক কিংবা আবেদনে আপনাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ