নার্সিং পড়ে বিদেশে জব করার সিক্রেট ফাঁস: জানুন বিস্তারিত তথ্য 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
নার্সিং পড়ে বিদেশে জব
নার্সিং পড়ে বিদেশে জব

 

উপার্জনের পাশাপাশি সেবার মনমানসিকতা মূখ্য ভূমিকা পালন করে এমন জব হিসাবে বেছে নিতে পারেন নার্সিং। 

 

যারা ভাবছেন দেশে নার্সিংয়ের ভালো কোনো ক্যারিয়ার নেই তারা চাইলে বিদেশে গিয়েও এই সেক্টরে জব করতে পারেন। যাইহোক! নার্সিং পড়ে বিদেশে জব করার সিক্রেট জানতে আমাদের সাথেই থাকুন। 

 

বিদেশে কোন নার্সিং কোর্স ভালো?

শুরুতেই চলুন কোর্স সম্পর্কে জানি। বিদেশে নার্সিং নিয়ে জব করার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় বিদেশ থেকেই ডিগ্রী অর্জন করে নিতে পারলে। যদিও দেশের সার্টিফিকেটেও জব পাবেন৷ তবুও যাদের আগ্রহ আছে তারা বাইরে নার্সিং কোর্স করতে নিচের স্টেপগুলি ফলো করুন। 

 

বিদেশে কোন নার্সিং কোর্স ভালো তা বুঝতে হলে শুরুতে আপনাকে প্রতিটি প্রোগ্রামের খ্যাতি, অনুষদের দক্ষতা, ক্লিনিকাল সুযোগ, গবেষণা সুবিধা এবং এক্স স্টুডেন্টদের সাফল্য নিয়ে রিসার্চ করতে হবে। 

 

তবে গবেষণা অনুযায়ী জনস হপকিন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া, এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর মতো প্রতিষ্ঠানে বর্তমানে ভালো নার্সিং কোর্স রয়েছে। 

 

অপরদিকে টরন্টো বিশ্ববিদ্যালয়ের নার্সিং প্রোগ্রাম তার উদ্ভাবনী পাঠ্যক্রম এবং প্রফেশনাল শিক্ষার উপর জোর দেওয়ার জন্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সুতরাং সবকিছু রিসার্চ করে নিজের উপযুক্ত কোর্স এবং বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারেন। 

 

নার্সরা কি বিদেশে কাজ করতে পারে?

হ্যাঁ, নার্সরা বিদেশে কাজ করতে পারে। তবে দেশ এবং এর রুলসের উপর নির্ভর করে এই প্রক্রিয়াটি পরিবর্তিত হতে পারে। সাধারণত, বিদেশে নার্স হিসাবে কাজ করতে আগ্রহী নার্সদের কিছু প্রয়োজনীয়তা পূরণ করতে হয়। 

 

যেমন প্রয়োজনীয় ভিসা এবং ওয়ার্ক পারমিট থাকতে হয়, লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় বা সেই দেশের নিবন্ধনের প্রয়োজনীয়তা পূরণ করতে হয় এবং কখনও কখনও স্থানীয় ভাষায উপর দক্ষতা থাকতে হয়। 

 

আবার কিছু দেশে নার্সদের তাদের যোগ্যতা থাকার পরও প্রশংসাপত্র থাকতে হয়। সুতরাং বিদেশে নার্স হিসাবে কাজ করার আগে সে দেশের রুলস রেজুলেশন নিয়ে করতে হবে রিসার্চ এবং জানতে হবে বিস্তারিত তথ্য। 

 

নার্সিং পড়ে বিদেশে জব করার উপায় 

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পাওয়ার কারণে বুদ্ধিমান হিসাবে আপনিও বাইরের দেশে নার্সিংয়ের উপর জব করতে পারেন। 

 

তবে বিদেশে নার্সিংয়ের কাজ পেতে আপনাকে বিএসসি পাশ করে CFNS বা Commission on Graduates of Foreign Nursing Schools পাশ করতে হবে। 

 

আর দেশ হিসাবে বর্তমানে সৌদি আরব, লিবিয়া, যুক্তরাজ্যসহ বিশ্বের তেরটি দেশে নার্সিং সেক্টরে নিয়োগ চলছে। আর হ্যাঁ! সার্টিফিকেটের পাশাপাশি এই সেক্টরে ভালো ইংরেজিও জানতে হবে। 

 

বিএসসি নার্সিং কোন দেশে ভালো?

বিএসসি নার্সিং পড়ার জন্য সেরা দেশ হিসেবে আপনি অনেক অপশন পাবেন। তবে নার্সিং-এ ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) করার জন্য দেশ নির্বাচনে গুরুত্ব দিতে হবে শিক্ষার গুণমান, ক্লিনিকাল অভিজ্ঞতা, সাংস্কৃতিক পরিবেশ এবং কর্মজীবনের সুযোগ সহ অন্যান্য বিষয়ে। চলুন তবে জানি বিএসসি নার্সিং কোন দেশে ভালো:

 

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশ্ব-মানের নার্সিং শিক্ষা কার্যক্রমের জন্য বিখ্যাত। তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক ক্লিনিকাল অভিজ্ঞতার সমন্বয়ের কারণে এখানকার শিক্ষার্থীরা অনেক প্রফেশনাল হয়ে উঠে। ইউনিভার্সিটি হিসাবে বেছে নিতে পারেন এখানকার: 

 

  • জনস হপকিন্স
  • ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া
  • ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া
  • সান ফ্রান্সিসকো 

 

কানাডা

উচ্চ-মানের শিক্ষা এবং বহুসংস্কৃতির পরিবেশে যারা বিএসসি নার্সিং করতে চান তারা কানাডাকে বেছে নিতে পারেন। ইউনিভার্সিটি অফ টরন্টো, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া এবং ম্যাকগিল ইউনিভার্সিটি সহ কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলি অপেক্ষায় আছে আপনার৷ 

 

এখানকার ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই হাসপাতাল এবং কমিউনিটি হেলথ কেয়ার সেটিংসে ক্লিনিকাল প্লেসমেন্টের পাশাপাশি বিভিন্ন রোগী দেখার ব্যাপারে বাম্পার সফল হচ্ছে। 

 

যুক্তরাজ্য 

একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং ক্লিনিকাল দক্ষতার জন্য নার্সিং সেক্টরে বেশ সুনাম কুড়িয়েছে যুক্তরাজ্য। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অপশন হিসাবে রয়েছে কিংস কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অফ এডিনবার্গ, এবং ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে পড়াশোনার সুযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাজ্যের শিক্ষার্থীরা ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) এ সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছে। 

 

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নার্সিংয়ে বিএসসি করতে চান? সেক্ষেত্রে বেছে নিতে পারেন ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটি অফ সিডনির মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলির একটি। এখানকার ক্লিনিকাল দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সামগ্রিক সুযোগ সুবিধা আপনাকে রীতিমতো মুগ্ধ করবে৷ 

 

বিএসসি নার্সিং পড়ে কি কি দেওয়া যায়?
  • নিবন্ধিত নার্স (আরএন)
  • নার্স শিক্ষক
  • ক্লিনিকাল নার্স বিশেষজ্ঞ (CNS)
  • নার্স গবেষক
  • নার্স প্রশাসক/ব্যবস্থাপক
  • পাবলিক হেলথ নার্স
  • প্রফেশনাল হেল্থ নার্স
  • নার্স ডেটা এক্সপার্ট 
  • নার্স কনসালটেন্ট
  • কমিউনিটি হেলথ নার্স
  • নার্স কেস ম্যানেজার
  • স্কুল নার্স
  • টেলিহেলথ নার্স
  • হোম হেলথ নার্স
  • ফরেনসিক নার্স
  • ট্যুর নার্স
  • মা ও শিশু স্বাস্থ্য নার্স এবং আরো অনেক 

 

এলাকা এবং অভিজ্ঞতার স্তরের উপর নির্ভর করে দেশে এবং বিদেশে উপরোক্ত যেকোনো একটি সেক্টর বেছে নিতে পারেন আপনিও। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ