IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়? 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

 

ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, গ্রীস, বেলজিয়াম এবং আরও বিভিন্ন দেশের সংস্কৃতি, কোয়ালিটি কিংবা জীবনযাত্রার জন্য বেশ জনপ্রিয় হয়ে আছে ইউরোপ নামক মহাদেশটি। 

 

আপনি কি জানেন IELTS ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করা যায়? চলুন আজ IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় সে-সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। 

 

কিভাবে IELTS ছাড়া ইউরোপে পড়াশুনা করবেন?

IELTS ছাড়া ইউরোপে পড়াশুনা করতে হলে আপনাকে ইংরেজি ভাষার উপরই পড়াশোনা করতে হবে। 

 

হয়তো টেস্ট দিয়ে আপনাকে নিজের ইংরেজি দক্ষতার পরিচয় দিতে হবে না, তবে ভবিষ্যতে কিন্তু মহাদেশটির নির্দিষ্ট দেশগুলিতে আপনাকে ইংরেজিতেই পড়তে হবে। 

 

চলুন শুরুতে IELTS ছাড়া ইউরোপে পড়াশুনা করার মতো বেশকিছু বিশ্ববিদ্যালয়ের নাম জেনে নিই: 

  • সিজেন বিশ্ববিদ্যালয়, জার্মান
  • কোবলেনজ এবং ল্যান্ডউ-এসলিংজেন বিশ্ববিদ্যালয়, জার্মান
  • আমেরিকান বিজনেস স্কুল, ফ্রান্স 
  • প্যারিস-ইবিএস প্যারিস, ফ্রান্স 
  • ইএসএআইপি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স, ফ্রান্স 
  • বোলোগনা বিশ্ববিদ্যালয়, ইতালি
  • মিলান পলিটেকনিক বিশ্ববিদ্যালয়, ইতালি
  • ঘেন্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়াম
  • মায়নুথ বিশ্ববিদ্যালয়, আয়ারল্যান্ড
  • আয়ারল্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটিসহ অন্যান্য

 

আইইএলটিএস ছাড়া ইউরোপ স্টুডেন্ট ভিসা পাবেন যেসব দেশে

আইইএলটিএস ছাড়া স্কলারশিপ পেতে চান যারা তারা ইউরোপের বেশকিছু দেশকে টার্গেটে রাখতে পারেন। যেমন: 

 

জার্মানিতে আইইএলটিএস ছাড়া স্কলারশিপ

অল্প বাজেটে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে জার্মান দেশটিকে বেছে নিতে পারেন। তাছাড়া প্রযুক্তিগত দিক দিয়ে এই দেশটির শিক্ষা কার্যক্রম ইউরোপের অন্যান্য দেশের শিক্ষা কার্যক্রমের চাইতে বেশ উন্নত। 

 

এক্ষেত্রে বেশকিছু নির্দিষ্ট জার্মান বিশ্ববিদ্যালয় বা কলেজ রয়েছে যেখানে পড়তে হলে আপনাকে কোনো আইইএলটিএস এক্সাম দিতে হবে না। 

 

এমতাবস্থায় লিষ্টের যেসব বিশ্ববিদ্যালয়কে আপনি টার্গেটে রাখতে পারেন সে-সব বিশ্ববিদ্যালয়গুলি হলো: 

  • কোব্লেঞ্জ এবং ল্যান্ডউ বিশ্ববিদ্যালয়
  • এসলিংজেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস (হচসুল এসলিংজেন)
  • কায়সারস্লটার্ন বিশ্ববিদ্যালয়
  • গিসেন বিশ্ববিদ্যালয়
  • সিজেন বিশ্ববিদ্যালয় ইত্যাদি 

 

ফ্রান্সে আইইএলটিএস ছাড়া স্কলারশিপ

ইউরোপসহ সারা বিশ্বে শিক্ষা এবং রিসার্চের জন্য ফ্রান্স বেশ বিখ্যাত একটি দেশ। দেশটিতে একজন শিক্ষার্থী হিসাবে আপনি এমন অনেক কোর্স করার সুযোগ পাবেন যেখানে জয়েন হতে আপনাকে কোনো আইইএলটিএস দিতে হবে না। 

 

তবে এসব বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতে হলে ভর্তি হবার আগেই আপনার সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে। ফ্রান্সে আইইএলটিএস ছাড়া স্কলারশিপ যেসব বিশ্ববিদ্যালয় আপনাকে সুযোগ করে দেবে সেসব বিশ্ববিদ্যালয়গুলি হলো: 

  • ইএসএআইপি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স
  • ইপিটা গ্র্যাজুয়েট স্কুল অফ কম্পিউটার সায়েন্স
  • ইএসসি রেনেস স্কুল অফ বিজনেস, ফ্রান্স
  • বিজনেস স্কুল, প্যারিস 

 

পোল্যান্ডে আইইএলটিএস ছাড়া স্কলারশিপ

যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য বাংলাদেশ ছাড়া এমন কোনো দেশ খুঁজছেন যেই দেশটি একইসাথে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং আধুনিক তাদের জন্য রয়েছে পোল্যান্ড। 

 

দেশটির বেশকিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় বহু বছর ধরে এখনো পর্যন্ত স্বল্প খরচে উচ্চ মানের ইউরোপীয় ডিগ্রি অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। এক্ষেত্রে যেসব কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম একেবারে না বললেই নয়: 

  • গডানস্কের মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • কোজমিনস্কি বিশ্ববিদ্যালয়
  • ওয়ারশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • বিয়ালস্টক বিশ্ববিদ্যালয়

 

ইতালিতে আইইএলটিএস ছাড়া স্কলারশিপ

ভ্রমণ ভালোবাসেন কারা? পুরোনো দিনের ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পের প্রতি কার কার বাড়তি ঝোঁক কাজ করে? স্বপ্নজয়ী হিসাবে আপনি কি চান স্থাপত্যশিল্পে সমৃদ্ধ কোনো এক দেশে নিজের পড়াশোনাটুকু শেষ করবেন? 

 

যদি চান সেক্ষেত্রে বেছে নিতে পারেন ইতালির বেশকিছু বিশ্ববিদ্যালয় বা কলেজ যেখানে নিজের পছন্দের ডিগ্রিটি অর্জন করতে আপনাকে কোনো ধরণের আইইএলটিএস পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না। যেমন: 

  • বোলোগনা বিশ্ববিদ্যালয়
  • মিলানের পলিটেকনিক ইউনিভার্সিটি

 

বেলজিয়ামে আইইএলটিএস ছাড়া স্কলারশিপ

আপনি কি জানেন, বেলজিয়ামের বিখ্যাত ঘেন্ট ইউনিভার্সিটিতে পড়ার জন্য, ভর্তির যোগ্যতার মাপকাঠি হিসেবে আপনার IELTS এক্সাম রেজাল্টের কোনো প্রয়োজন নেই? হ্যাঁ! ঠিকই জেনেছেন। 

 

ঘেন্ট ইউনিভার্সিটির মতো বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে IELTS এক্সামের মাপকাঠিতে শিক্ষার্থীদের ভর্তি হতে হয় না। বেলজিয়ামে আইইএলটিএস ছাড়া স্কলারশিপ পেতে হলে নিজের প্রতিষ্ঠানগুলিকে টার্গেটে রাখতে পারেন: 

  • ইউনিভার্সিটিড আন্তোনিও ডি নেব্রিজা
  • পাবলো ডি ওলাভিড বিশ্ববিদ্যালয়
  • ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়
  • ঘেন্ট ইউনিভার্সিটি

 

IELTS কে অনেকেই মহা ঝামেলা মনে করেছেন। রিডিং সেগমেন্টে কোনোভাবে পাশ করলেও রাইটিং এবং স্পিকিংয়ে গিয়ে মারাত্মকভাবে ফেঁসে যান অনেকে। 

 

এক্ষেত্রে আজকের আর্টিকেলে আলোচিত IELTS ছাড়া ইউরোপের এসব দেশগুলিতে আপনার স্বপ্নের ডিগ্রিটি অর্জন করতে পারেন তাও অল্প খরচে। আশা করি আপনার শিক্ষা জীবনের এই সফলতার পথে IELTS কোনো বাধা হয়ে কাজ করবে না। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ