জানুন বিদেশে মাস্টার্স স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

 

বিদেশের মাটিতে যারা মাস্টার্স করতে চান তাদের জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজন। ২০২৪ কিংবা ২৫ সাল নাগাদ বেশকিছু ফুল ফান্ডেট মাস্টার্স স্কলারশিপের খবর নিয়ে এসেছি আজ। সুতরাং বিস্তারিত জানুন এবং জেনে-বুঝে দ্রুত এপ্লাই করে ফেলুন। 

 

চলমান বেশকিছু মাস্টার্স স্কলারশিপ নোটিশ

ইতিমধ্যেই বেশকিছু ইউনিভার্সিটি সুবিধা এবং ধাপে ধাপে আবেদন প্রক্রিয়াসহ মাস্টার্স স্কলারশিপের ব্যাপারে পুরোপুরি নোটিশ প্রকাশ করে দিয়েছে। যেমন: 

 

ইয়েল ইউনিভার্সিটি মাস্টার্স স্কলারশিপ USA

ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ পৃথিবীর যেকোনো শিক্ষার্থীর জন্যই উন্মুক্ত। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডির জন্য দেওয়া হলেও বর্তমানে এর মাস্টার্স স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে। 

 

এই স্কলারশিপটিতে বছরে আপনার ৭০,০০০ ডলারের কাছাকাছি খরচ হতে পারে। আর যদি বৃত্তির জন্য আবেদন করেন সেক্ষেত্রে বৃত্তি হিসাবে পেতে পারেন ৫০,০০০ ডলারের মতো। 

 

সবমিলিয়ে যদি স্কলারশিপটি আপনার ভালো লাগবে তবে সেক্ষেত্রে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন। 

 

ব্রুনাই গভর্মেন্ট দারুসসালাম মাস্টার্স স্কলারশিপ 

ব্রুনাইয়ের এই মাস্টার্স স্কলারশিপটি কিন্তু পুরোপুরি ফ্রি। অর্থ্যাৎ আপনি পুরোপুরি ফ্রিতেই এখানে পড়াশোনা করতে পারবেন। মাসে অন্তত ৬৫০ ডলার করে তারা আপনাকে খরচ দেবে। 

 

পাশাপাশি থাকা-খাওয়ার খরচের ক্ষেত্রেও দেওয়া হবে বিশেষ ছাড়। আপনি যদি নিজের যোগ্যতা প্রমাণ করে এই ব্রুনাই গভর্মেন্ট দারুসসালাম মাস্টার্স স্কলারশিপটির জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে এক্ষুণি এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন। 

 

DAAD মাস্টার্স স্কলারশিপ জার্মানি

যাদের জার্মানিতে মাস্টার্স করার ইচ্ছা আছে তারা এই মাস্টার্স স্কলারশিপটির জন্য আবেদন করতে পারেন। মূলত জার্মানিতে থেকেই আপনাকে জার্মান বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রিটি অর্জন করতে হবে। 

 

আপনি যদি এখান থেকে মাস্টার্স করতে চান সেক্ষেত্রে তারা আপনাকে বৃত্তির অংশ হিসাবে ৭৫০ ইউরো দেবে। 

 

একই বিশ্ববিদ্যালয়ে যারা পিএইচডি করবেন বলে ভাবছেন তারাও বৃত্তির অংশ হিসাবে ১২০০ ইউরো করে পাবেন মান্থলি। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

 

MEXT মাস্টার্স স্কলারশিপ জাপান

জাপান! চির পরিচ্ছন্নতার দেশ। তাছাড়া এই দেশে মাস্টার্স করতে পারলে, দীর্ঘদিন থাকতে পারলে নিজের মাঝে একধরণের সুশৃঙ্খল একটি পরিবর্তন লক্ষ্য করার সুযোগ তৈরি হয়। 

 

আর এই সুযোগকে হাতে পেতে জাপানের MEXT মাস্টার্স স্কলারশিপকে কাজে লাগাতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মানসম্মত পরিবেশ নিশ্চিতকরণ ছাড়াও এই স্কলারশিপ আপনাকে দেবে জাপানে টিউশন ফি, থাকার ব্যবস্থার খরচ, মাসিক জীবনযাত্রার ভাতা এবং রাউন্ড এয়ারফেয়ার ভ্রমণ খরচ কভারের সুযোগ। 

 

কি? এই সুযোগে সদ্বব্যবহার করতে চান? তবে আর দেরি না করে এখানে ক্লিক এবং চটজলদি আবেদন করে নিন। 

 

ফুলব্রাইট মাস্টার্স স্কলারশিপ USA

বাংলাদেশীসহ ইন্টারন্যাশনাল প্রায় সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ইউএসএর এই ফুলব্রাইট মাস্টার্স স্কলারশিপটি। তবে এখানে অনার্সের সুযোগ থাকলেও স্কলারশিপের মাধ্যমে তা কমপ্লিট করার কোনো সুযোগ পাবেন। 

 

যেটি পাবেন সেটি হলো শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ। বলে রাখা ভালো এই ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম আপনার সম্পূর্ণ টিউশন ফি বহন করবে। 

 

পাশাপাশি পাবেন বিমান ভাড়া এবং স্বাস্থ্য বীমাসহ থাকা-খাওয়ার খরচে বাড়তি ছাড়। বিস্তারিত জানুন এখানে ক্লিক করে। 

 

যেসব কারণে আপনার মাস্টার্স স্কলারশিপ অর্জনের চান্স আরো বেড়ে যাবে

  • যেকোনো ক্যাটাগরির মাস্টার্স স্কলারশিপের জন্য তাড়াতাড়ি আবেদন করার চেষ্টা করুন। আপনি যত আগে আবেদন করবেন, তত কতৃপক্ষের নজরে পড়ার চান্স থাকবে। 
  • বৃত্তি এবং আবেদনের সময়সীমা সম্পর্কে জানতে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন সেই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। 
  • মাস্টার্স স্কলারশিপসহ যেকোনো স্কলারশিপের ক্ষেত্রে আপনার আবেদনের সময়সীমা সম্পর্কে সচেতন থাকুন। নতুবা একটি ভুলের কারণে আবেদন করার চান্সটুকুও মিস হয়ে যেতে পারে। 
  • মাস্টার্স স্কলারশিপের জন্য আবেদন করার সময় যতটা সম্ভব আপনার আন্তরিকতা দেখানোর চেষ্টা করুন। 
  • সম্ভব হলে আবেদন করার সময় আপনার GMAT স্কোর (যদি আপনার থাকে) বা অতীতে রিলেভ্যান্ট যেকোনো কাজের অভিজ্ঞতা উল্লেখ করুন। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ