সৌদি আরবে অস্থায়ী কাজের ভিসা চালু

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

ভিশন-২০৩০-এর বাস্তবায়ন এবং বিপুল উন্নয়নকাজের অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্পে দক্ষ ও স্বল্পমেয়াদি শ্রমিকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একটি নতুন অস্থায়ী কাজের ভিসা চালু করেছে সৌদি আরব। পাশাপাশি ভিসা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকের যোগ্যতার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক ‘এমইপি’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে দেশটিতে কাজ করতে আগ্রহী শ্রমিকদের জন্য একটি ‘ওয়ার্ক ভিজিট ভিসা’ প্রদান করা হতো। তবে সেই ভিসার সুযোগগুলো শুধু প্রযুক্তিগত এবং নির্দিষ্ট ভূমিকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এ ক্ষেত্রে নতুন অস্থায়ী কাজের ভিসায় বহুমুখী পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সহজ করা হয়েছে এর আবেদন প্রক্রিয়াকেও।

প্রতিবেদনে বলা হয়, সৌদি ভিসা নিয়ে কাজ করেন—এমন একজন বিশেষজ্ঞ নতুন অস্থায়ী কাজের ভিসাকে দেশটির সরকার এবং সেখানে কাজ করতে যাওয়া মানুষের জন্য গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছেন।

যেভাবে এই ভিসা পেতে হবে

সৌদি আরবের নতুন ওয়েবসাইট কিওয়ার মাধ্যমে আবেদন করতে হবে এই ভিসার জন্য। ভিসা পাওয়ার তিন মাস পর যদি তার মেয়াদ বাড়াতে হয়, সেক্ষেত্রেও আবেদন করতে হবে উক্ত ওয়েবসাইডে।

জানা যায়, আবেদন করার পর দ্রুততম সময়ের মধ্যে ইস্যু করা হবে ভিসা। তবে নতুন এই ভিসাটি পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে। আর সেসবের মধ্যে প্রধান শর্ত আবেদনকারী যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হন সেক্ষেত্রে অবশ্যই ওই প্রতিষ্ঠানকে সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে।

অস্থায়ী কাজের সুবিধা
এই ভিসার প্রধান সুবিধাটি হলো—এটি সহজেই এবং খুব দ্রুত পাওয়া যাবে। এ ছাড়া সৌদি আরবে চলমান বড় প্রকল্পগুলোতে কাজ করার জন্য একসঙ্গে বিপুলসংখ্যক কর্মীর জন্য দরজা খুলে যাবে।

স্পনসরকারী সৌদি প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমশক্তিকে বিশেষজ্ঞদের দ্বারা অভ্যন্তরীণভাবে আগের চেয়ে অনেক দ্রুত পদ্ধতিতে সহায়তা করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ