কানাডায় নিজ রেস্তোরাঁয় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
কানাডায় দুর্বৃত্তের হামলায় নিহত শরিফ রহমান। ছবি : সংগৃহীত

কানাডার অন্টারিওর ওয়েন সাউন্ড শহরে নিজ রেস্তোরাঁয় দুর্বৃত্তের হামলায় শরিফ রহমান (৪৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শরিফ সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার বাসিন্দা। তিনি দ্য কারি হাউস নামের একটি রেস্তোরাঁর মালিক ছিলেন।

google newsFollow us on google news

বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরিফ রহমানের স্বজন বাংলাদেশে অবস্থানরত জৈন্তাপুর কলেজের শিক্ষক ফারুক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, শরিফ রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র ছিলেন। শাবিপ্রবি থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল সম্পন্ন করেন তিনি।

এরপর কানাডায় পাড়ি দিয়ে ২০১৫ সালে সেখানে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন শরিফ। ওয়েন সাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে ‘দ্য কারি হাউস’ নামের একটি রেস্তোরাঁ গড়ে তোলেন শরিফ।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, গত ১৭ আগস্ট তিনজন ব্যক্তি তার রেস্তোরাঁয় খেতে আসেন। এর কিছুক্ষণ পর রেস্তোরাঁ সম্পর্কিত কোনো বিষয়ে বিতর্কের জেরে শরিফকে বেধড়ক মারধর করে তারা পালিয়ে যান। পরে আশপাশের লোকজন গুরুতর আহত শরিফকে উদ্ধার করে স্থানীয় অন্টারিওর লন্ডন হাসপাতালে নেন। চিকিৎসাধীন শরিফ বৃহস্পতিবার রাতে মারা যান।

ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ সেখানে অবস্থানরত পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ।

এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েন সাউন্ড সিটির মেয়র বদ্দি। একইসঙ্গে গত শুক্রবার সিটিতে পতাকা অর্ধনমিত রাখা হয়। তার স্ত্রীর নাম শায়েলা। এ দম্পতির সাত বছরের একটি মেয়ে সন্তান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ