‘বাংলাদেশ-পাকিস্তান কি ১০০ বছরেও পারবে?’ প্রশ্ন তসলিমার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

চারদিকে এখন কেবল একটা জিনিস নিয়েই আলোচনা, চন্দ্রযান ৩ এবং ইসরোর সাফল্য।

প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। সত্যি সত্যি চাঁদ মামার দেশের মাটিতে নামল চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম।

এবার এটি ধীরে ধীরে সেখানকার মাটি, ইত্যাদির তথ্য পাঠাবে। তবে ২৩ অগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে যে ঘটনা ঘটল, যে ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হল সেটা নিয়েই এখন চর্চা চলছে।

ভারতীয়রা তো বটেই, বিদেশের মানুষরাও সকলে প্রশংসা করছে ইসরোর, শুভেচ্ছা জানাচ্ছে এই সাফল্যের। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন।

ভারতের এত বড় সাফল্যের পর কলম ধরলেন তিনি। ভারতের সঙ্গে প্রশংসা টানলেন পাকিস্তান এবং বাংলাদেশের।

এদিন লেখিকা তাঁর ফেসবুক পোস্টে লেখেন,

ভারত এখন চাঁদে। চন্দ্রযান-৩ আলতো ভাবে চাঁদের মাটিতে পা রাখলো এই মাত্র। অভিনন্দন ভারত।

অনেকে বলবে, এত দারিদ্র, এত লোক খেতে পায় না, এত লোকের বাড়িতে টয়লেট নেই, কী দরকার চাঁদে গিয়ে, এত টাকা খরচ করে?
আমি বলবো, বিজ্ঞানের অগ্রগতির দরকার সব সময়। একই সঙ্গে দারিদ্রও দূর করা দরকার, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতাও বাড়ানো দরকার। একটির উন্নতি করতে গেলে আরেকটির উন্নতি স্থগিত রাখতে হয় না।

ভারতের এককালের অংশ বাংলাদেশ এবং পাকিস্তানের কি আগামী ১০০ বছরে চাঁদে পা রাখা সম্ভব? না। তারা ধর্মে ডুবে আছে, বিজ্ঞানকে দূরে সরিয়ে। কোরানই নাকি তাদের বিজ্ঞান। যতদিন কোরান তাদের বিজ্ঞান শেখাবে, ততদিন তাদের দৌড় মসজিদ পর্যন্ত, চাঁদ বা মঙ্গলগ্রহ পর্যন্ত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ