চারদিকে এখন কেবল একটা জিনিস নিয়েই আলোচনা, চন্দ্রযান ৩ এবং ইসরোর সাফল্য।
প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। সত্যি সত্যি চাঁদ মামার দেশের মাটিতে নামল চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম।
এবার এটি ধীরে ধীরে সেখানকার মাটি, ইত্যাদির তথ্য পাঠাবে। তবে ২৩ অগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে যে ঘটনা ঘটল, যে ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হল সেটা নিয়েই এখন চর্চা চলছে।
ভারতীয়রা তো বটেই, বিদেশের মানুষরাও সকলে প্রশংসা করছে ইসরোর, শুভেচ্ছা জানাচ্ছে এই সাফল্যের। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন।
ভারতের এত বড় সাফল্যের পর কলম ধরলেন তিনি। ভারতের সঙ্গে প্রশংসা টানলেন পাকিস্তান এবং বাংলাদেশের।
এদিন লেখিকা তাঁর ফেসবুক পোস্টে লেখেন,
ভারত এখন চাঁদে। চন্দ্রযান-৩ আলতো ভাবে চাঁদের মাটিতে পা রাখলো এই মাত্র। অভিনন্দন ভারত।
ভারতের এককালের অংশ বাংলাদেশ এবং পাকিস্তানের কি আগামী ১০০ বছরে চাঁদে পা রাখা সম্ভব? না। তারা ধর্মে ডুবে আছে, বিজ্ঞানকে দূরে সরিয়ে। কোরানই নাকি তাদের বিজ্ঞান। যতদিন কোরান তাদের বিজ্ঞান শেখাবে, ততদিন তাদের দৌড় মসজিদ পর্যন্ত, চাঁদ বা মঙ্গলগ্রহ পর্যন্ত নয়।