আপনি কি ঘরে বসেই আকামা কি, আকামা চেক করার সফটওয়্যার, আকামা চেক করার নতুন নিয়ম এবং সৌদি আরবের আকামার শর্ত সম্পর্কে জানতে চান? যদি জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন।
আরো পড়ুন বিশেষ আউট পাস পাবেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা
বিদেশে প্রবাসীদের কাছে অনুমতিপত্র বা ওয়ার্কপারমিট হিসাবে যে ডকুমেন্টসের প্রয়োজন পড়ে সেই ডকুমেন্টসকে আকামা বলে। আমাদের দেশে যেমন সকল নাগরিক সেবা পেতে ভোটার আইডি কার্ডের প্রয়োজন পড়ে, ঠিক তেমনই বিদেশে চলাফেরা করতে প্রবাসীদের থাকতে হয় এই আকামা।
মনে রাখবেন, কোম্পানির কাছ থেকে আকামা সরবরাহ করার পরই ওই দেশের ভিসা পাওয়া যায়। সুতরাং আকামা ছাড়া কোনো প্রবাসীই বিদেশে কাজ করতে পারবেন না।
Iqama Check : How to Easily Check Your Iqama Status Online?
আর যারা ছলচাতুরী করে আকামা ছাড়াই দেশটিতে চলাফেরা করছেন তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নাজেহাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যদি কোনো কারণে আকামা হারিয়ে যায় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা মালিকের কাছে জানাতে হবে।
আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করবো আকামা চেক করার নতুন নিয়ম সম্পর্কে। যা ফলো করে আপনিও ঘরে বসে সহজেই আকামা চেক করার কাজটি সেরে নিতে পারবেন।
আশা করি পুরো প্রক্রিয়াটি বুঝতে আপনার কোনো সমস্যা হয়নি। তবুও যদি কোনো স্টেপে এসে আটকে যান সেক্ষেত্রে সরাসরি আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানাতে পারেন৷
কোনো প্রবাসী অনুমতিপত্র ছাড়া সৌদি আরবে কাজ করলে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো সময় তাদের ধরে ফেলতে পারে। সুতরাং চলুন সময় থাকতে সৌদি আরবের আকামা পাওয়ার যোগ্যতা নিয়ে আলোচনা করা যাক এবং জেনে নেওয়া যাক সকল সৌদি প্রবাসীকেই আকামা নিতে হবে কিনা।
মনে রাখবেন যারা কোনো মালিকের অধীনে চাকরি না করে ফ্রি ভিসায় কাজ করেন, তাদেরও কিন্ত আকামা লাগবে। এক্ষেত্রে এই আকামা সংশ্লিষ্ট এলাকার প্রশাসকের মাধ্যমে সংগ্রহ করে নিতে হবে।
প্রবাস-জীবনের বিভিন্ন পলিসি, তথ্য এবং গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। প্রতিটি প্রবাসীর প্রবাসজীবন হয়ে উঠুক সফল এবং সৎ উদ্দেশ্যপূর্ণ!