আকামা চেক করার নতুন নিয়ম | সৌদি আরবের আকামা খরচ ২০২৪

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
আকামা

আপনি কি ঘরে বসেই আকামা কি, আকামা চেক করার সফটওয়্যার, আকামা চেক করার নতুন নিয়ম এবং সৌদি আরবের আকামার শর্ত সম্পর্কে জানতে চান? যদি জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। 

আরো পড়ুন বিশেষ আউট পাস পাবেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা

আকামা কি? 

বিদেশে প্রবাসীদের কাছে অনুমতিপত্র বা ওয়ার্কপারমিট হিসাবে যে ডকুমেন্টসের প্রয়োজন পড়ে সেই ডকুমেন্টসকে আকামা বলে। আমাদের দেশে যেমন সকল নাগরিক সেবা পেতে ভোটার আইডি কার্ডের প্রয়োজন পড়ে, ঠিক তেমনই বিদেশে চলাফেরা করতে প্রবাসীদের থাকতে হয় এই আকামা। 

 

আকামার প্রয়োজনীয়তাগুলি কি কি? 

মনে রাখবেন, কোম্পানির কাছ থেকে আকামা সরবরাহ করার পরই ওই দেশের ভিসা পাওয়া যায়। সুতরাং আকামা ছাড়া কোনো প্রবাসীই বিদেশে কাজ করতে পারবেন না। 

Iqama Check : How to Easily Check Your Iqama Status Online?

আর যারা ছলচাতুরী করে আকামা ছাড়াই দেশটিতে চলাফেরা করছেন তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নাজেহাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যদি কোনো কারণে আকামা হারিয়ে যায় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা মালিকের কাছে জানাতে হবে। 

 

আকামা চেক করার নতুন নিয়ম

আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করবো আকামা চেক করার নতুন নিয়ম সম্পর্কে। যা ফলো করে আপনিও ঘরে বসে সহজেই আকামা চেক করার কাজটি সেরে নিতে পারবেন। 

 

  • শুরুতে কোনো একটি ব্রাউজারে “https://www.mol.gov.sa/IndividualUser/BasicInfo.aspx” এই লিংকটা কপি করে পেস্ট করুন অথবা লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন। 

 

  • সবগুলো আরবী ভাষা হয়ে গেলে ভয় পাবেন না। কারণ আপনি নিজেই খুব সহজে ভাষা চেইঞ্জ করে এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। 

 

  • ওয়েবসাইটের ভাষা চেইঞ্জ করবার প্রয়োজন পড়লে ওয়েব পেইজের একদম উপরের দিকে عربي অপশনে ক্লিক করুন। এরপরে ‘English’ এ ক্লিক করার পর দেখবেন সাইটটি ইংরেজিতে সুইচড করেছে। 

 

  • এবার আপনাকে স্ক্রল করতে হবে এবং স্ক্রল করতে করতে দেখবেন আপনি IQAMA Number দেয়ার একটি ঘর এবং Date of Birth এর একটি বক্স পেয়ে গেছে। বক্সগুলি ফিলআপ করে নিন। 

 

  • নিজের জন্ম তারিখ বক্সে দেওয়ার সময় অবশ্যই ‘Hijri’ তে ক্লিক করে ‘Gregorian’ এ সিলেক্ট করে নিতে ভুলবেন না কিন্তু। 

 

  • এবারে Verification Code’ দিয়ে পেইজটির ভেরিফিকেশন কার্যক্রম সেরে নিন৷ 

 

  • সবশেষে আপনি ‘IQAMA EXPIRATION DATE’ এর ঘরটিতে হিজরি ও খ্রিস্টাব্দ তারিখে আপনার আকামা ডেইট শো করাবে। 

 

আশা করি পুরো প্রক্রিয়াটি বুঝতে আপনার কোনো সমস্যা হয়নি। তবুও যদি কোনো স্টেপে এসে আটকে যান সেক্ষেত্রে সরাসরি আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানাতে পারেন৷ 

 

সৌদি আরবের আকামা পাওয়ার যোগ্যতা

কোনো প্রবাসী অনুমতিপত্র ছাড়া সৌদি আরবে কাজ করলে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো সময় তাদের ধরে ফেলতে পারে। সুতরাং চলুন সময় থাকতে সৌদি আরবের আকামা পাওয়ার যোগ্যতা নিয়ে আলোচনা করা যাক এবং জেনে নেওয়া যাক সকল সৌদি প্রবাসীকেই আকামা নিতে হবে কিনা। 

 

  • যেকোনো কাজ নিয়ে সৌদি আরবে গেলেই আকামা নিশ্চিত করতে হবে। 
  • মূলত ভিসা পাওয়ার আগেই আকামা রেডি করে নেওয়া উচিত। কারণ আকামা ছাড়া দেশটিতে কাজ করাটা পুরোপুরি রিস্কি। 
  • পুরোনো পেশাকে পাল্টে কেউ যদি নতুন পেশা গ্রহণ করে সেক্ষেত্রেও আকামা নিতে হবে। 
  • বেশরিভাগ আকামার ক্ষেত্রেই কফিল ফায়দা, মক্তব খরচ ও অন্যান্য খরচ ছাড়াই ৬২ রিয়ালের মতো লাগতে পারে। 
  • আকামা ফি সাধারণত বছরে বছরে পরিশোধ করতে হয়। তবে আপনি চাইলে ৩/৪ বছরের আকামা একসাথে পরিশোধ করে ফেলতে পারেন৷ 

 

ইতি কথা

মনে রাখবেন যারা কোনো মালিকের অধীনে চাকরি না করে ফ্রি ভিসায় কাজ করেন, তাদেরও কিন্ত আকামা লাগবে। এক্ষেত্রে এই আকামা সংশ্লিষ্ট এলাকার প্রশাসকের মাধ্যমে সংগ্রহ করে নিতে হবে। 

 

প্রবাস-জীবনের বিভিন্ন পলিসি, তথ্য এবং গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। প্রতিটি প্রবাসীর প্রবাসজীবন হয়ে উঠুক সফল এবং সৎ উদ্দেশ্যপূর্ণ! 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ