সৌদি আরবে প্রবাসী আয় বিশ্বে সর্বোচ্চ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

সৌদি আরব প্রবাসীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের একটি নতুন গবেষণায় দেখা গেছে, মধ্যপ্রাচ্যের এই দেশে প্রবাসীদের বেতন সবচেয়ে বেশি। মাইএক্সপ্যাট্রিয়েট মার্কেট পে সার্ভে বলেছে, সৌদি আরবে মিডল ম্যানেজাররা বার্ষিক গড়ে ৮৩ হাজার ৭৬৩ পাউন্ড (১ কোটি ১৮ লাখ টাকা) আয় করেন, যা বিশ্বের সর্বোচ্চ।

এতে আরও বলা হয়, আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমলেও গড় বেতন এখনো সর্বোচ্চ। একই সার্ভেতে যুক্তরাজ্য কর্মচারী পাঠানোর জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থান হিসাবে উঠে এসেছে।

ইসিএ ইন্টারন্যাশনালের পারিশ্রমিক এবং নীতি জরিপ ব্যবস্থাপক অলিভার ব্রাউন সংস্থাটির ওয়েবসাইটে পোস্ট করা একটি রিলিজে বলেছেন, ‘সব দিক থেকে সেরা না হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীদের বেতন অবিশ্বাস্যভাবে বেশি। দেশগুলো শ্রমিকদের সেখানে অভিবাসী করার চেষ্টা করছে। এর মধ্য সর্বোচ্চ বেতন বাড়িয়ে সৌদি আরব শীর্ষে রয়েছে। জীবনযাত্রার খরচ এবং ব্যক্তিগত কর কম হওয়ায় সবকিছুই সৌদি আরবে সাশ্রয়ী। যেখানে যুক্তরাজ্যে বেতনের সিংহভাগ কর এবং জীবনযাত্রার খরচেই চলে যায়।’

জরিপে বলা হয়েছে, যুক্তরাজ্য ও জাপানে প্রবাসীদের বেতনের ব্যবধান বেড়েছে। যুক্তরাজ্যে ব্যক্তিপ্রতি বেতন, ট্যাক্স, বাসস্থান, আন্তর্জাতিক স্কুলিং এবং অন্যান্য খরচসহ মোট ৪ লাখ ৪১ হাজার ৬০৮ ডলার বরাদ্দ থাকে। এর মধ্য মাত্র ১৮ শতাংশ হলো বেতন।

এদিকে হংকংয়ে প্রবাসী শ্রমিকদের পাঠানোর জন্য বিশ্বের পঞ্চম ব্যয়বহুল স্থানে উঠেছে। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬তম।

মাই এক্সপার্টিয়েট মার্কেট পে সার্ভে গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে জাপান, ভারত ও চীনকে ক্রমানুসারে দুই, তিন এবং চার স্থানে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ