চলতি বছরের মে মাসে ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালু করার দাবি জানিয়েছিলো প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন সামাজিকমাধ্যমসহ বিভিন্নভাবে তারা এ দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে। সেসময় আবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস জানায়, যেহেতু মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দিয়েই ডকুমেন্টারি সব কাজ হচ্ছে সেহেতু অল্প সময়ে এটির আশা করা বোকামি।
তবে সবকিছু ছাপিয়ে অবশেষে ইতালিতে চালু হচ্ছে ই পাসপোর্ট সেবা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ইতালির রোমস্থ দূতাবাস ও মিলানস্থ কনস্যুলেট থেকে চালু করা হবে এই ই পাসপোর্ট সেবা। মূলত আগামী সেপ্টেম্বর থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টজনেরা।
যাইহোক! পুরো বিষয়টিই সম্ভব হয়েছে রোমস্থ দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার ব্যাপারটি। এই সেবা কবে চালু হচ্ছে বা মূল কতৃপক্ষ থেকে এই সেবা চালু হওয়ার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা আমরা জানিয়ে দেবো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ই পাসপোর্ট সেবা ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রো প্রবাসী বাংলাদেশীরা সহজেই গ্রহণ করতে পারবে। এছাড়াও সুবিধার মধ্যে বড় সুবিধা হলো সাধারণত ই-পাসপোর্টের মেয়াদ থাকে ৫-১০ বছরের মতো। ফলে আগামী ৫-১০ বছর কোনো প্রবাসীকে ইতালির দূতাবাসে এসে পাসপোর্ট রি-ইস্যুর প্রয়োজন পড়বে না।
উল্লেখ্য বিদেশের মিশনগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রম ধাপে ধাপে চালু করা হচ্ছে এখনো। ইউরোপের কয়েকটি দেশ যেমন- জার্মানি, গ্রিস ও অস্ট্রিয়াতে অবস্থিত বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলছে এবং এর সুবিধা পাচ্ছে হাজারো স্বপ্নবাজ প্রবাসী।