২৫৯ সুইডিশ পণ্য কুয়েতের বাজার থেকে সরানো হচ্ছে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৩ জুলাই, ২০২৩
কুয়েতের বিভিন্ন সুপার মার্কেটের তাক থেকে সুইডিশ পণ্য বের করে আলাদা করা হচ্ছে
কুয়েতের বিভিন্ন সুপার মার্কেটের তাক থেকে সুইডিশ পণ্য বের করে আলাদা করা হচ্ছে

সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে অবমাননা করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কুয়েত। এরই ধারাবাহিকতায় কুয়েতের সুপার মার্কেট সমিতি সুইডিশ পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

এরই মধ্যে ২৫৯টি সুইডিশ পণ্য কুয়েতের বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কুয়েতের বিভিন্ন সুপার মার্কেটের তাক থেকে সুইডিশ পণ্য বের করে আলাদা করে ফেলা হচ্ছে। কোথাও কোথাও সুইডিশ পণ্যগুলো প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

এদিকে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার।

শুক্রবার (৩০ জুন) এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদলিপি দিয়েছেন। যাতে একজন উগ্রপন্থীর মাধ্যমে পবিত্র কোরআনের কপিতে আগুন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

কুয়েতে সরাসরি সুইডেনের রাষ্ট্রদূত নিযুক্ত নেই। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত কুয়েতে সুইডেনের স্বার্থ দেখাশোনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ