অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) নির্বাহী কমিটির জরুরি বৈঠকে সম্প্রতি সুইডেনের স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআনের কপি পোড়ানোর মতো ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (২ জুলাই) সংস্থাটির সদর দফতর জেদ্দায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
বৈঠকে ওআইসিতে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা যোগ দেন। তিনি সভায় বলেন, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অযৌক্তিক উসকানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।
সভায় ওআইসি সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে এই ঘৃণ্য হামলার পুনরাবৃত্তি এবং পবিত্র আল কোরআন এবং অন্যান্য ইসলামিক প্রতীক ও পবিত্রতাকে অপমান করার সমস্ত প্রচেষ্টার নিন্দা জানায়।