কোটি টাকার সম্পত্তি সন্তানদের নামে নয়, সরকারকে লিখে দিলেন বৃদ্ধ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৬ মার্চ, ২০২৩

ভারতের উত্তর প্রদেশে ৮৫ বছরের এক বৃদ্ধ তার প্রায় ২ কোটি টাকা মূল্যের সম্পত্তি সন্তানদের না দিয়ে সরকারকে লিখে দিয়েছেন। শুধু তাই নয়, সন্তানদের কাছে ‘বোঝা হয়ে যাওয়া’ নাথু সিং নামের ওই বৃদ্ধ তার মৃতদেহ একটি মেডিকেল কলেজে উইল করে দিয়ে বলেছেন, তার ছেলে ও চার মেয়ে কেউ যেন তার শেষকৃত্যে অংশ নিতে না পারে।

মুজাফফরনগরের বাসিন্দা নাথু সিং যে বসতবাড়ি এবং জমির রয়েছে, তার মূল্য প্রায় ২ কোটি টাকা। তার একটি ছেলে রয়েছে যে একজন স্কুল শিক্ষক। এছাড়াও তার চার মেয়ে আছে, যারা সবাই বিবাহিত।

স্ত্রীর মৃত্যুর পর থেকে বৃদ্ধ একাই থাকতেন। প্রায় সাত মাস আগে তিনি তার গ্রামের একটি বৃদ্ধাশ্রমে চলে আসেন।

৮৫ বছর বয়সী বৃদ্ধের হৃদয় ভেঙে যায়, যখন তার কোনো সন্তান তাকে দেখতে আসেনি। তিনি তার সম্পত্তি সরকারকে লিখে দিয়ে তার মৃত্যুর পরে সেখানে একটি হাসপাতাল বা একটি স্কুল তৈরি করতে বলেন।

টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, এই বৃদ্ধ বয়সে যেখানে আমি আমার সন্তান এবং পুত্রবধূর সাথে থাকতে পারতাম, কিন্তু তারা কেউ আমাকে তাদের কাছে নেয়নি। তাই আমি আমার সম্পত্তি সরকারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উইলে আরও বলা হয়েছে, তিনি গবেষণা এবং একাডেমিক কাজে ব্যবহারের জন্য তার শরীরও দান করছেন।

এমন ঘটনার পরও অবশ্য তার পরিবারের সদস্যরা এখনো এগিয়ে আসেনি।

বৃদ্ধাশ্রমের পরিচালক রেখা সিং বলেছেন, প্রায় ছয় মাস আগে বৃদ্ধ সেখানে থাকতে শুরু করেন। এরপর থেকে কেউ তাকে দেখতে যায়নি। বৃদ্ধ তার সন্তানদের প্রতি খুবই বিরক্ত ছিলেন এবং সেজন্য নিজের সম্পত্তি রাজ্য সরকারকে দিয়ে দিতে চাইতেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই এলাকার সাব-রেজিস্ট্রার বলেছেন, তারা নাথু সিং এর হলফনামা পেয়েছেন এবং তার মৃত্যুর পর এটি কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ