শিরোনাম:
টাকা না থাকলেও কম খরচে যেভাবে ঘুরে আসবেন কক্সবাজার মহরম কত তারিখে ২০২৫ সালে: মহরম মাসের ইতিহাস | ফজিলত | কারবালার শিক্ষা বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোন কোন দেশে কানাডা জব ভিসা প্রসেসিং কেমন এবং খরচ কত  বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান: বাংলাদেশের সেরা পর্যটন কেন্দ্র বাংলাদেশে সস্তায় ট্রেন ভ্রমণ করার উপায়: কিভাবে টিকিট কাটবেন এবং কি কি করবেন  মাত্র ৫০-৫৫ হাজার টাকায় ৫ দিনের থাইল্যান্ড ট্যুর প্ল্যান  দেশে ফিরেও কোথাও ঠাঁই মেলেনি প্রবাসী তমিজ উদ্দিনের দেশে রেমিট্যান্স পাঠাবেন যেভাবে: বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স প্রদানকারী দেশসমূহ জার্মানিতে DAAD MIDE Scholarships স্কলারশিপে থাকছে ১ লাখ ১০ হাজার টাকা মাসিক ভাতা 

নিয়মিত সকালে এই ৩ খাবার খেলেই বাড়বে যৌন ক্ষমতা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
সকালে এই ৩ খাবার খেলেই বাড়বে যৌন ক্ষমতা

বিবাহিত জীবনে শারীরিক সম্পর্ক গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ৷ তবে যৌন সংসর্গে মেতে ওঠার জন্য প্রয়োজন সুষম আহার ৷ কারণ মানুষ তাদের যৌন শক্তি লাভ করে থাকে তাদের খাবার-দাবার থেকেই । সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর যৌন জীবন।

আরো পড়ুন সহবাসের স্থায়িত্ব কত সময় হওয়া উচিত?

অথচ প্রায়ই দেখা যায় যৌন সমস্যার কারণে সংসারে অশান্তি হয়, এমনকী বিচ্ছেদ পর্যন্ত হয় । আর যৌন সমস্যা থাকলেও আশপাশের তথাকথিত হারবাল, কবিরাজ, ভেষজ নামধারী ভুয়া যৌন ডাক্তারদের কাছে দৌড়ানোর চলটাই বেশি । দেখা যায়, সাধারণ মানুষজনই তাদের খপ্পরে বেশি পড়ে থাকে আর যৌন শক্তি আগে যতটুকু ছিল তাদের চিকিত্সা নিতে নিতে এক সময় সেটাও হারাতে বসে ।

যৌন মিলনের সবচেয়ে ভাল সময় কোনটি ?

 

তবে চিকিৎসদকের দাবি, প্রকৃত কোনও সমস্যা না থাকলে আপনার যৌন শক্তি বৃদ্ধির জন্য কোনও প্রকার ওয়ুধের প্রয়োজন নেই ৷ তার জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবার-দাবারই যথেষ্ট। তবে সকালের খাবার বা ব্রেকফাস্ট সুষম হওয়া উচিত ৷ সেই কারণে প্রতিদিন সকালে আপনার খাবার মেনুতে ‌নিয়মিত রাখতে হবে দুধ, ডিম ও মধু ৷ তবেই কেল্লাফতে ৷ এর সঙ্গে জীবন যাপনও হতে হবে ব্যালান্সড ৷ তবে আর যৌন দুর্বলতায় ভুগতে হবে না ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ