দলীয় প্রধানের পদ ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
দলীয় প্রধানের পদ ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট

স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পিপলস পার্টির (ডিপিপি) প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। দলীয় প্রধানের পদ ছাড়লেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার পদত্যাগের ঘোষণা দিয়ে সংক্ষিপ্ত এক বক্তৃতায় তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, নির্বাচনের ফল আশানুরূপ নয়। প্রার্থীদের নিজ হাতে বাছাই করার যে দায়িত্বটি তিনি নিয়েছিলেন, ভোটে হারের দায় কাঁধে নেবেন।

দেশটির বিরোধী দল কুমিংটাং পার্টি (কেএমপি) চীনপন্থী হিসেবে পরিচিতি। শনিবার তাইওয়ানের ৯টি শহর ও ১৩টি কাউন্টির মেয়র ও সিটি কাউন্সিল সদস্য নির্বাচনে ভোট হয়েছে। ভোটে অধিকাংশ মেয়র পদে বিরোধী দলের প্রার্থীদের বেছে নিয়েছেন ভোটাররা। এমনকি রাজধানী তাইপেতে মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধী দলের প্রার্থী চিয়াং ওয়ান-আন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ