সম্প্রতি বাংলাদেশ থেকে দক্ষ লোকবল নেবে অস্ট্রেলিয়া সরকার। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এর মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হবে। বেশ কয়েকটি ক্যাটাগরিতে দক্ষ জনবল নিচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয় বিভাগ। আর বাংলাদেশীরাও আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ সরকারি খরচে যেতে পারবেন স্বপ্নের দেশ অস্ট্রেলিয়ায়
অস্ট্রেলিয়া অনেকের কাছেই স্বপ্নের দেশ। আর এবার সরকারি খরচে আপনিও যেতে পারবেন ইউরোপের এই দেশটিতে। যে ক্যাটাগরি গুলোতে লোক নিয়োগ হবে সেগুলোর যেকোনো একটিতে আপনার দক্ষতা বা স্কিল থাকলে, এবং সকল শর্ত মোতাবেক আবেদন করলে আপনি যেতে পারবেন দেশটিতে।
মোট ৫ টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে অস্ট্রেলিয়া। এবং কিছু শর্তাবলির উপর ভিত্তি করে এ নিয়োগ হবে। যেমন প্রত্যেকটি ক্যাটাগরিতে আবেদন এর জন্য প্রার্থীর বসয় অনুর্ধ্ব ৪০ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের উপর ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবেই আবেদন করা যাবে।
প্রথম ক্যাটাগরি হচ্ছে শেফ। যারা এ পদে আবেদন করবেন তাদের চার তারকা হোটেলে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা আইইএলটিএসে প্রতিটি ব্যান্ডে সর্বনিম্ন ৫ স্কোর থাকতে হবে। দ্বিতীয় ক্যাটাগিরি হচ্ছে ওয়েলডার। যারা দেশে কিংবা বিদেশে এ কাজের সাথে যুক্ত ছিলেন তারা আবেদন করতে পারবেন, তবে এই কাজের উপরও ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ILTS পরিক্ষায় স্কোর ৫ থাকতে হবে।
তৃতীয় ক্যাটাগিরিটি হচ্ছে বয়লার মের্কাস। সংশ্লিষ্ট এই ক্যাটাগিরিটির জন্য ILTS স্কোর লাগবে ৫।
চতুর্থ পদটি হলো পাইপ – পিলটার। যারা দেশে কিংবা বিদেশে এ কাজের সাথে যুক্ত ছিলেন তারা আবেদন করতে পারবেন, তবে অবশ্যই অভিজ্ঞতা ও বয়সের কথা মাথায় রেখে আবেদন করতে হবে, এবং এই পদটির জন্য প্রতি ব্যান্ডে ILTS স্কোর লাগবে ৪.৫। পঞ্চম ক্যাটাগিরিটি হলো নার্স। যারা এ পেশার উপর ডিপ্লোমা করেছে এবং অনেকদিন এ পেশার সাথে যুক্ত ছিলেন তারা আবেদন করবেন। এর জন্য ILTS স্কোর লাগবে ৭।
প্রত্যেকটি ক্যাটাগরির জন্য বেতন নির্ধারন করা হয়েছে ৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। এবং উক্ত ক্যাটাগরিতে কর্মরত প্রত্যেক এর চাকুরির মেয়াদ থাকবে ২-৪ বছর। তবে এরপর মেয়াদ বারানোও যাবে। এবং সপ্তাহে কাজ হবে ছয় দিন। আর সাপ্তাহিক ছুটি একদিন।
আগ্রহীদের আবেদন জন্য প্রয়োজন হবে ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, স্কিল অ্যাসেসমেন্ট, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য সব তথ্য । এবং আবেদন করার জন্য বোয়েসেলের ওয়েবসাইটে দেওয়া লিংকে গিয়ে সব তথ্য দিয়ে পূরণ করতে হবে।এবং যারা নির্বাচিত হবে তাদেরকে বোয়েসেল এর নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অনান্য সব সরকারি ফি প্রদান করতে হবে।