ভেনিসে বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া ডাবলু চৌধুরী কে ?

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
ডাবলু চৌধুরী

জন্ম ১৯৮৭ সালে! যিনি কিনা পড়াশোনা করেছেন সুইজারল্যান্ডে। আর এই সময়ে এসে ভেনিসে বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিতেও ভুলেননি এই বাংলাদেশি ব্যবসায়ী। বলছিলাম বিনিয়োগকারী ডাবলু। চৌধুরীর কথা। জানা গেছে মি. চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বর্তমানে তিনি বাংলাদেশের বাইরে অবস্থান করছেন।

মি. ডাবলু চৌধুরী বলেন সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এপসিলন মোটরস ইনকর্পোরেশন নামে একটি বিদ্যুৎচালিত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান স্থাপন করেছেন। তবে ব্যপারটির সাথে তিনি বেশ কয়েকজনকে যুক্ত করেছেন। যারা কিনা তার সাথে পার্টনার হিসাবে কাজ করবে। 

তিনি জানান পরিকল্পিত কারখানার জন্য বিনিয়োগ আসবে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের একদল ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছ থেকে। 

তবে মজার ব্যপার হলো ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কার্যালয়ের মাধ্যমে ভেনিসের মেয়র অফিসে এই বিনিয়োগের ব্যপারে অনুমতি চেয়েছেন মি. ডাবলু চৌধুরী। 

বিনিয়োগের অনুমতি না পেলেও তার পরিকল্পিত বিনিয়োগের অঙ্কটি বড় হওয়ার কারনে ইতোমধ্যেই তাকে নিয়ে ইতালির গণমাধ্যমে প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে এবং তাকে নিয়ে শুরু হয়েছে নানান ধরনের কানাঘুষা! 

বিশ্বস্ত মাধ্যম বলছে বর্তমানে যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে ডাবলু চৌধুরীর। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে গাড়ির ব্যবসা পরিচালনা করছে এই ব্যবসায়ী। 

বর্তমানে ব্যবসার অংশ হিসাবে ডাবলু চৌধুরী এপসিলন মোটরস ইনকর্পোরেশন প্রতিষ্ঠানটির জন্য ইলেকট্রিক বা বিদ্যুৎচালিত গাড়ি নির্মাণের কারখানা তৈরি করতে চান। এর জন্য তারা ভেনিসে বিনিয়োগ করার আবেদনের পাশাপাশি খুঁজছেন বিনিয়োগকারীদের।

আশা করি ইতালিতে থাকা অটোমোটিভ খাতে পড়াশুনা করার কারনে এবং এই সেক্টরে অভিজ্ঞ ব্যক্তি হিসাবে ডাবলু চৌধুরীর এই স্বপ্ন খুব দ্রুত সময়ে সত্যিতে পরিণত হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ