চলছে হুন্ডি ব্যবসা বন্ধের তোড়জোড়

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
চলছে হুন্ডি ব্যবসা বন্ধের তোড়জোড়

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেশের একমাত্র ভরসা ছিল স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ ও ধনী দেশের সাহায্য। এর পর থেকে দেশে বৈধ পথে বৈদেশিক মুদ্রা না আসার কারনে বৈদেশিক মুদ্রার ভান্ডার পৌঁছায় প্রায় শূন্যের কোঠায়। এই বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমশ সমৃদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

তবে এই সময়ে এসে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছেখুব দ্রুত হারে।যারা অবৈধ উপায়ে বিদেশে আয় করে সেই টাকা বিদেশে পাচার করতে চায় তারা ভোগের মাধ্যম হিসাবে ব্যবহার করে হুন্ডি ব্যবসাকে।  

শুধু তাই নয়। সংশ্লিষ্টজনেরা বলছে, বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা, এমপি-মন্ত্রী, ব্যবসায়ী, উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা এমনকি সেই সাথে আমলা-সচিব পর্যাযের ব্যক্তিরাও হুন্ডির এই অবৈধ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। 

শুধুমাত্র প্রবাসী কর্মচারীরাই নয়, এর পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থী, চিকিৎসার সেক্টরে কাজ করতে যাওয়া বিদেশগামী, শপিং ও ভ্রমণে যাওয়া, এমনকি হজে যাওয়া যাত্রীরাও অনেক সময় হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।

এবার আসি বাংলাদেশে হুন্ডি কার্যক্রম বন্ধ করতে চাওয়ার পিছনে ঠিক কোন কারনটি কাজ করছে সেই ব্যপারে। মূলত দেশে রেমিট্যান্সের পরিমাণ সম্পর্কিত ব্যাপারে বাড়তি সমস্যা সৃষ্টির কারনে বাংলাদেশ সরকার হুন্ডি বন্ধে তোড়জোড় শুরু করেছে। 

এদিকে সংশ্লিষ্টজনেরা বলছেন হুন্ডি ব্যবসা বন্ধে বৈদেশিক মুদ্রা কেনাবেচার সহজ ও হয়রানিমুক্ত করতে হবে। সেই সাথে আকর্ষণীয় বিনিময় হারের সেবা দেশের সব থানা ও উপজেলার সুনির্দিষ্ট ব্যাংক শাখায় থাকার ব্যবস্থা করতে হবে। সকল সুবিধা নিশ্চিত করে ‘মানি এক্সচেঞ্জগুলোকে নিবিড় মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। 

হুন্ডিতে নয়, টাকা পাঠান ব্যাংকের মাধ্যমে। নিরাপদ করুন আপনার কষ্টার্জিত অর্থ লেনদেনের ব্যপারটি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ