ইতালিতে স্টুডেন্ট ভিসা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

 

পড়াশোনার জন্য যাদের ইউরোপের দেশগুলি পছন্দ তারা ইতালিতে স্টুডেন্ট ভিসা বেছে নিতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে বেসরকারিভাবে ইতালিতে যেতে হবে। ইতালিতে রয়েছে গ্র্যাজুয়েশন করার সুযোগের পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ। 

ইতালি স্পন্সর ভিসা

তবে দুঃখের বিষয় হলো যথেষ্ট অর্থনৈতিক ব্যাকআপ না থাকলে ইতালিতে পড়তে যেতে পারবেন না। পাশাপাশি লাগবে ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। 

 

যারা চান খরচের পরিমাণ অনেক কম হোক তারা চাইলে সরকারিভাবে যেতে পারবেন। কিন্তু এক্ষেত্রে অনেক ধৈর্য থাকা লাগবে। চলুন বিস্তারিত জানি। 

মৌসুমি কর্মী হিসেবে যেভাবে যাবেন ইতালি

ইতালি স্টুডেন্ট ভিসা যোগ্যতা

ইতালিতে স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনাকে বেশকিছু যোগ্যতা নিশ্চিত করতে হবে। কারণ দেশটিতে মাস শেষে বাড়ি ভাড়া থেকে শুরু করে পড়াশোনাসহ বিভিন্ন খরচ বাবদ লাখ লাখ টাকা খরচ করতে হয়। 

 

তাছাড়া মেধাবীদের কম্পিটিশন তো আছেই! চলুন এক নজরে ইতালি স্টুডেন্ট ভিসা যোগ্যতা সম্পর্কে জানি। 

 

একাডেমিক যোগ্যতা: ইতালিতে স্টুডেন্ট ভিসা পেতে হলে একাডেমিক যোগ্যতা হিসাবে আপনাকে এইচএসসিতে ভালো করতে হবে। ইতালির কোন বিশ্ববিদ্যালয়ে কত ভালো রেজাল্টের প্রয়োজন পড়বে তা তারাই নির্ধারণ করবে। 

 

ভাষাগত যোগ্যতা: IELTS এ ৬.০০ ব্যান্ডস্কোর যাদের নেই তারা কোনোভাবেই ইতালিতে স্টুডেন্ট ভিসায় আবেদনের জন্যে গ্রহণযোগ্যতা পাবে না। এক্ষেত্রে আপনাকে B2 Level Euro pass Language Passport Classification এবং C2 Level Euro Pass Language Exam দু’টোই ভালোভাবে পাশ করে নিতে হবে। 

 

আর্থিক যোগ্যতা: ইতালিতে স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই একাউন্টে প্রায় পাঁচ লাখের বেশি অর্থ জোগাড় করে রাখতে হবে। কারণ ইতালিতা বসবাস করাটা অনেক খরচের ব্যাপার। সবকিছু যদি মানে সব সুবিধা যদি একইসাথে উপভোগ করেন সেক্ষেত্রে প্রতিদিন প্রায় ১ লাখ টাকার মতো খরচ আসবে। 

 

ইতালিতে স্টুডেন্ট ভিসা আবেদন

ইতালিতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই এইচএসসি পাশ করতে হবে। এইচএসসি পাশ করার পর নিচের টিপসগুলি ফলো করে আবেদন করতে পারবেন: 

 

  • শুরুতে একটি সচল পাসপোর্ট নিশ্চিত করুন এবং উপরের যোগ্যতাগুলি আপনার মাঝে আছে কিনা তা নিশ্চিত করুন
  • এবারে আপনার একাডেমিক যোগ্যতা প্রমাণ করতে আপনার কলেজ থেকে টেস্টিমোনিয়াল সংগ্রহ করে নিন
  • এখন আপনাকে পছন্দের বিশ্ববিদ্যালয়টি সিলেক্ট করে নিতে হবে
  • সিলেক্ট করার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল মেইলে নিজের যোগ্যতা যাচাই করে নিতে হবে 
  • এবারে এম্বেসীতে যান 
  • আপনার স্কলারশিপ প্রি-এপ্লিকেশন রিকোয়েস্ট কমপ্লিট করুন 
  • ভর্ত্তির আবেদনপত্র সহ সকল কাগজপত্র জমা দিয়ে দিন
  • পরবর্তীতে আপনাকে আপনার রেজাল্ট জানিয়ে দিলে আশা করি স্কলারশিপটি আপনিও পাবেন 

 

ইতালিতে স্টুডেন্ট ভিসায় বৃত্তি

আপনি যদি অ্যাস্ট্রোকেমিস্ট্রি, ডেটা সায়েন্স, দর্শন, ইতালীয় স্টাডিজ এবং আধুনিক ফিলোলজি, বিজ্ঞান, নিউরোসায়েন্স, ক্লাসিক, শিল্পের ইতিহাস, ন্যানোসায়েন্স ইত্যাদি নিয়ে পিএইচডি করতে চান সেক্ষেত্রে ইতালিতে বৃত্তি পাওয়ার অনেক চান্স কাজ করবে। 

 

কারণ শর্ত সাপেক্ষে বেশকিছু ইউনিভার্সিটি বর্তমানে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনার খরচ এবং থাকা-খাওয়ার খরচ বহন করছে। আপনিও চাইলে এই সুযোগটি লুফে নিতে পারেন। 

 

এছাড়াও ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্নাতক বা স্নাতক প্রোগ্রামে ভর্তি হলে আপনার পড়াশোনার খরচ এবং থাকা-খাওয়ান খরচও মিটে যাবে। 

 

তাও পুরো খরচের হাফ অংশ আপনাকে মোটেও পে করতে হবে না। বোকোনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের অধীনে সাধারণত শিক্ষার্থীদের এমন সুযোগ প্রদান করা হচ্ছে। 

 

সেই সাথে আপনার যদি সেরা মানের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে পাডুয়া ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামটিকে বেছে নিতে পারেন। 

 

ইতালির পাডুয়া শহরে ইংরেজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক ব্যতিক্রমী প্রতিশ্রুতিশীল সম্ভাব্য শিক্ষার্থীদেরই কেবল এই স্কলারশিপটি প্রদান করা হয়। তাদের আন্ডারে বর্তমানে প্রায় ৪৩ টি বৃত্তি চালু রয়েছে। 

 

মনে রাখবেন, ইতালিতে স্টুডেন্ট ভিসার খরচের চাইতে সেই দেশে থাকা-খাওয়া নিশ্চিত করাটাই অনেক খরচের। সুতরাং আপনি স্কলারশিপ পেলে কোথায় থাকবেন, পার্ট টাইম কোনো জব করবেন কিনা, কোত্থেকে মাসে মাসে টাকাটা পাবেন সবকিছু নিশ্চিত করে নেবেন। নতুবা সেই দেশে গিয়ে টাকার ক্রাইসিসে ভালো কোনো ডিগ্রি অর্জনেও মনোযোগী হয়ে উঠার সুযোগ পাবেন না। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ