২০২৪ এবং ২০২৫ সালে স্পন্সর ভিসার জন্য আবেদনের তারিখ নির্ধারণ করেছে ইতালি সরকার। ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। কিন্তু ইতালি সরকার ঘোষিত তিন বছর মেয়াদী স্পন্সর ভিসা নিয়ে দেশটিতে প্রতারক চক্রের রমরমা ব্যবসা শুরু হয়েছে। এতে নিঃস্ব হচ্ছেন বহু বাংলাদেশি।
আরো পড়ুন ইতালিতে সাড়ে চার লাখ শ্রমিক নেবে
দালালের মাধ্যমে ইতালি যেতে ইচ্ছুকদের কাছ থেকেই মূলত হাতিয়ে নেয়া হচ্ছে টাকা। বিনিময়ে ধরিয়ে দেয়া হচ্ছে ভুয়া ভিসার অনুমতিপত্র। ঢাকায় ইতালীয় ভিসা সেন্টার বিএসএফে জমাও করা হচ্ছে এসব আবেদন। কিন্তু ভিসা পাচ্ছে না কেউ। এতে করে বাংলাদেশের শ্রমিক কোটা হুমকির মুখে পড়ছে।
এমন বেশ কিছু ভুয়া ‘ভিসার অনুমতিপত্র’ সময় সংবাদের হাতে এসেছে। চক্রটির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
ইতালি সরকার দেশটির শ্রমিক সংকট নিরসনে ২০২৫ সাল পর্যন্ত চার লাখ ৫২ হাজার শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গেল বছরের কোটায় এরইমধ্যে অনেকে এসেছেন দেশটিতে।