যশোর শহরতলীর ঝুমঝুমপুর দক্ষিনপাড়ার দুবাই প্রবাসী লোকমান হোসেনের উপার্জিত অর্থ ও গহনা নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে স্ত্রী ময়মিনা খাতুন। ৯ জুলাই লোকমান হোসেন বিদেশ থেকে বাড়ি আসার সংবাদ শুনে তার আগেই ময়মিনা খাতুন তার প্রেমিক একই গ্রামের রাসেল হোসেনের সাথে পালিয়ে গেছে। স্ত্রী ময়মিনা খাতুন, গহনা ও টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে গত সোমবার কোতয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন লোকমান হোসেন।
অভিযোগে জানা গেছে, ৪ বছর আগে লোকমান হোসেন পারিবারিকভাবে কেশবপুরের নরেন্দ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাম মন্ডলের মেয়ে ময়মিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরে লোকমান হোসেন চাকরি নিয়ে দুবাই চলে যান। স্ত্রী ময়মিনা খাতুন তার পিতা-মাতার সাথে বাড়িতে থাকতো। দুবাই থাকাকালে লোকমান হোসেন তার স্ত্রীর কাছে নগদ টাকা ও গহনা পাঠান। সম্প্রতি তার স্ত্রী ময়মিনা খাতুন পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ার বিষয়টি বাড়ির সকলের দৃষ্টিতে আসে। ময়মিনাকে পরকিয়ায় বাধা দিলে কর্ণপাত না করে তার ইচ্ছামত চলাফেরা শুরু করে। এ সংবাদের ভিত্তিতে লোকমান হোসেন ৯ জুলাই রোববার দেশে আসার সিদ্ধান্ত নেন এবং বাড়িতে জানান। এ দিন লোকমান হোসেন বাড়ি আসার আগেই স্ত্রী ময়মিনা খাতুন নগদ ১লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি সোনার গহনা ও মূল্যবান জিনিষপত্র নিয়ে তার পিতার বাড়ি চলে যায়। এরপর ময়মিনা তার প্রেমিক রাসেল হোসেনের বাড়িতে যেয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। লোকমান হোসেন বাড়িতে এসে এ সংবাদ জানতে পেরে শ্বশুর বাড়িসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নেন। পরে তিনি জানতে পারে কেশবপুরের নরেন্দ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে বর্তমানে ঝুমঝুমপুরের বাসিন্দা রাসেল হোসেনের সাথে পালিয়ে গেছে তার স্ত্রী।
স্ত্রী ময়মিনা খাতুন, নগদ টাকা ও গহনা উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি কোতয়ালি থানায় এ অভিযোগে দিয়েছেন। যশোর সদরের চাঁদপাড়া পুলিশের এসআই আমিনুল ইসলাম বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে।