হিলিতে জমজমাট শীতকালীন সবজির বাজার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

দিনাজপুর হিলিতে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। দাম সহনীয় পর্যায়ে থাকায় ক্রেতারা তাদের প্রয়োজন মতো সবজি কিনছেন। শীতের আগাম সবজি কিনতে পেরে বেশ খুশি ক্রেতারাও।

আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে সরেজমিনে হিলির কাঁচা বাজার ঘুরে দেখা যায়, দোকানে থরে থরে সাজানো রয়েছে শীতকালীন সব রকমের সবজি।  প্রতিকেজি ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, সিম ৭০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, ধনিয়া পাতা ১০০ থেকে ১১০  টাকা কেজি , পালং শাক বিক্রি হচ্ছে ৫ টাকা বোঝা, সরিষা শাক বিক্রি হচ্ছে ৫ টাকা বোঝা, কলমি শাক ৩ বোঝা ১০ টাকা, জগন্নাথ শাকও বোঝা ৫ টাকা আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

সবজি কিনতে আসা  রাকিব হাসান বলেন, বাজারে আগাম শীতকালীন সবজি দেখে মনকে আর ধরে রাখতে পারলাম না। তাই সিম, ফুলকপি, টমেটো, ধনিয়া পাতা, পালং শাক সবই একটু করে কিনলাম। দামও তুলনামূলক কম।

সকালে সবজি কিনতে আসা রানা হোসেন বলেন, টাটকা সবজি দেখেই ভাল লাগলো তাই কিনলাম। দামটাও হাতের নাগালে রয়েছে।

বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা জানান, শীত আসতে আরও কয়েকদিন বাকি, এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। সবজির দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। আমদানি হচ্ছে ফুলকপি,বাঁধাকপি, সিম, মুলা, টমেটো, বেগুন, ধনিয়া পাতা, পালংশাক, সরিষা শাকসহ অনেক সবজি।

অপর সবজি বিক্রেতা আব্দুল লতিফ জানান, ইতোমধ্যেই শীতের আগমনীবার্তা শুরু হয়েছে। বাজারেও আসছে প্রচুর শীতকালীন সবজি। বিক্রিও হচ্ছে ভাল।  দামও খুব বেশি নয়। আমদানি আরও বেশি হলে দাম আরও কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ