শিরোনাম:
ঢাকায় শুরু হতে যাচ্ছে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং: জেনে নিন কিভাবে কি করতে হবে জাপানের যেসব সেরা বিশ্ববিদ্যালয়ে নামমাত্র খরচে পড়ার সুযোগ চিকিৎসা বিজ্ঞানে রোজার উপকারিতা জানুন বিদেশে পড়ার জন্য কোন সাবজেক্ট ভালো মিশর গার্মেন্টস ভিসা পরিচিতি | খরচ | বেতন | আবেদনের উপায়  পুরাতন মোবাইল থেকে সব সেটিংস এবং ডাটা নতুন মোবাইলে সেন্ড করার উপায়। বাংলাদেশ থেকে ভারতের IIT বা Indian Institutes of Technology তে স্কলারশিপ করুন নামমাত্র খরচে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই করণীয় বিষয়সমূহ সৌদি আরবে কোন কাজের বেতন বেশি এবং কিভাবে কাজ পাবেন 

জাপানের সেরা বিশ্ববিদ্যালয় নামমাত্র খরচে পড়ার সুযোগ

জাপানের যেসব সেরা বিশ্ববিদ্যালয়ে নামমাত্র খরচে পড়ার সুযোগ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

জাপানের যেসব সেরা বিশ্ববিদ্যালয়ে নামমাত্র খরচে পড়ার সুযোগ

জাপানের সেরা বিশ্ববিদ্যালয় নামমাত্র খরচে পড়ার সুযোগ.jpg

জাপান মানেই টেকনোলজি, সুশি, আর ট্যুর! কিন্তু পড়াশোনা? জাপান শুধু প্রযুক্তিতেই এগিয়ে গেছে তা নয়। তারা স্টাডি সেক্টরেও দারুণভাবে কাজ করছে। জাপানের শিক্ষাব্যবস্থা বিশ্বমানের। উচ্চশিক্ষা নিয়ে আসলেই ফ্রি পড়াশোনা করার সুযোগ আছে এখানে! হ্যাঁ! ঠিকই জেনেছেন! আজ আমরা জানবো জাপানের ১০টি সেরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। যেখানে চাইলে আপনিও নামমাত্র খরচে বা সম্পূর্ণ ফ্রিতে স্কলারশিপ করতে পারবেন।

University of Tokyo বা UTokyo

জাপানের সেরা বিশ্ববিদ্যালয়গুলির একটি হলো এই টোকিও ইউনিভার্সিটি। যাকে কিনা জাপানের হার্ভার্ড বলা হয়। নোবেল বিজয়ীদের জন্মস্থান হিসাবেও খ্যাত এই ইউনিভার্সিটি। মেডিকেলের সবচেয়ে টপ নচ পড়াশোনা চলে এখানে। যারা এখানে পড়াশোনা করতে চান তাদের বছরে প্রায় ৫.৫ লাখ টাকার মতো খরচ করতে হতে পারে। আর MEXT স্কলারশিপ পেলে তো ফ্রিতে পড়াশোনার সুযোগ আছে। পাশাপাশি প্রতি মাসে পাবেন ১.৪ লাখ টাকা স্টাইপেন্ড!

Kyoto University

জাপানের এই Kyoto University কে আবার নোবেল জয়ীদের দ্বিতীয় বাড়ি বলা হয়। গুগল, স্যামসাং-এর মতো প্রতিষ্ঠানে যারা চাকরির নিশ্চয়তা চান তারা এই ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন। এই প্রতিষ্ঠানটি মূলত বায়োটেকনোলজি, মেডিকেল ও ফিজিক্সের জন্য বিখ্যাত। সুতরাং যাদের এই সেক্টরে আগ্রহ আছে তারা এই সুযোগকে কাজে লাগাতে পারেন। টিউশন ফি হিসাবে বছরে এখানে লাগবে ৪.৮ লাখ টাকার মতো। আর যদি JASSO/MEXT স্কলারশিপ পান সেক্ষেত্রে আপনার পড়াশোনার খরচ কতৃপক্ষ বহন করবে এবং ১.২ লাখ টাকা মাসিক ভাতাও পাবেন।

Osaka University

প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং-এ এশিয়ার সেরা ৩টি বিশ্ববিদ্যালয়ের মাঝে নিজের অবস্থান করে নিয়েছে এই ওসাকা ইউনিভার্সিটি। এখানে পড়লেই জাপানে জব পাওয়া ১০০% পসিবল। তবে এখানে পড়তে হলে বছরে আপনাকে ৪.৫ লাখ টাকা গুনতে হবে। আর স্কলারশিপ পেলে পড়াশোনা ফ্রি! তার উপর পাবেন ৯০,০০০ টাকা মাসিক ভাতা!

Tohoku University

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং ন্যানোটেকনোলজি-তে ইতিমধ্যেই বাজিমাত করছে এই Tohoku University। ভবিষ্যতে এআইয়ের উপর ইউরোপ-আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণার সুযোগ যারা খুঁজছেন তারা এই বিশ্ববিদ্যালয়টি ট্রাই করতে পারেন। বলে রাখা ভালো, এখানে পড়তে হলে টিউশন ফি হিসাবে আপনাকে গুনতে হবে বছরে ৪.৩ লাখ টাকা। যদিও MEXT স্কলারশিপ থাকলে আপনি ফ্রিতে পড়তে পড়বেন এবং ১.১ লাখ টাকা মাসিক ভাতা হিসাবে পাবেন৷

Tokyo Institute of Technology বা Tokyo Tech

Tech Guru হতে চাইলে বেছে নিতে পারেন Tokyo Institute of Technology। জাপানের MIT বলা হয় এই ইউনিভার্সিটিকে। গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো ব্যাসিকেলি এখান থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে থাকে। আপনি যদি এখানে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনাকে ৪.৭ লাখ টাকা বছরে খরচ করতে হবে। আর আপনি যদি JASSO স্কলারশিপ পান সেক্ষেত্রে এখানে পড়াশোনা একেবারে ফ্রি এবং সেই সাথে পাবেন ৯০,০০০ টাকা মাসিক ভাতা!

জাপানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে স্কলারশিপ পাবেন?

শুরুতে MEXT Scholarship এর কথা বলি। জাপান সরকারের এই ফুল স্কলারশিপ পেলে আপনার টিউশন ফি ফ্রি করে দেওয়া হবে। শুধু তাই না। এর পাশাপাশি আপনি প্রতি মাসে ৯০,০০০-১.৪ লাখ টাকাও পাবেন। অন্যদিকে JASSO Scholarship এর জন্যও এপ্লাই করতে পারেন। যার আন্ডারে ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি করতে চাইলে ৬০,০০০-৯০,০০০ টাকা মাসিক ভাতা পাওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ। চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন।

মনে রাখবেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা টেক নিয়ে পড়তে চান সেক্ষেত্রে বেছে নিতে পারে Tokyo Tech / Osaka University। অন্যদিকে যারা মেডিকেল বা বায়োটেক নিয়ে পড়তে চান তারা ট্রাই করতে পারেন Kyoto / Nagoya University। এছাড়াও যাদের আগ্রহ বিজনেস বা সোশ্যাল সাইন্স এর উপর তাদের জন্য আছে জাপানের Keio / Waseda University। আর সবশেষে AI, Robotics, Space Science প্রেমীদের জন্যে আছে University of Tokyo / Tohoku University তে পড়াশোনার দারুণ সুযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ