উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় বা Umm Al-Qura University। সৌদি আরবের মক্কায় অবস্থিত বেশ জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়ের নাম এটি। ইসলামিক শিক্ষা, মানবিক ও ন্যাচারাল সাইন্স সাবজেক্টে এখানে শিক্ষা প্রদান করা হয়৷ স্কলারশিপের ক্ষেত্রে বাংলাদেশীদের জন্যে এই ভার্সিটি হয়ে উঠতে পারে সোনায় সোহাগা। চলুন তবে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাসহ যাবতীয় সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় তাদের জন্য যারা এ্যারাবিক লাইনে পড়াশোনা করতে চান। তবে এখানে ভর্তি হতে চাইলে আপনাকে বেশকিছু যোগ্যতা অর্জন করতে হবে বা থাকতে হবে। কোর্স অনুযায়ী এসব পয়েন্ট পরিবর্তিত হলেও বেশকিছু কমন পয়েন্ট রয়েছে যা প্রায় সকলেরই থাকা চাই। যেমন:
ভালো হাই স্কুল সার্টিফিকেট থাকতে হবে। আপনি যদি সৌদি আরবের মাধ্যমিক স্কুল থেকে হাই স্কুল কমপ্লিট করতে পারেন তাহলে বাড়তি গুরুত্ব পাবেন। আর স্নাতক প্রোগ্রামের ক্ষেত্রে বি.এ, বি.এসসি, বা সমমানের ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে।
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা হিসাবে আপনার অবশ্যই আরবি ভাষায় মৌলিক জ্ঞান থাকতে হবে। কারণ ভার্সিটিটির বেশিরভাগ কোর্সে আরবিতে পাঠদান করা হয়। তাই আরবি ভাষায় দক্ষতা না থাকলে টেকা মুশকিল৷ তবে হ্যাঁ! পাশাপাশি কিছু প্রোগ্রাম ইংরেজিতেও পাবেন। এক্ষেত্রে ইংরেজি জানলেই হবে।
একজন ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট হিসাবে আপনাকে SAT, ACT বা সমমানের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। বিশেষ করে স্নাতক প্রোগ্রামের ক্ষেত্রে এই রেজাল্ট ভালো না হলে আবেদন করতে পারবেন না।
আপনাকে ভালো মেডিকেল থেকে পরীক্ষার মাধ্যমে মেডিক্যাল ফিটনেস প্রমাণ করতে হবে। মনে রাখবেন এই সার্টিফিকেট কেবল উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা হিসাবেই নয় বরং যেকোনো বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রেই আবশ্যক!
কিছু কিছু প্রোগ্রামে আবেদন করতে হলে আপনার নির্দিষ্ট বয়সটুকুন বিবেচনা করা হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বয়স কোনো ফ্যাক্ট না। আপনি যখনই রিসার্চ করবেন তখনই দেখে নেবেন এসব কাইটেরিয়াগুলি!
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন আপনি এখন ঘরে বসে অনলাইনেও করতে পারবেন। এক্ষেত্রে:
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ কত পড়বে তা নির্ভর করবে আপনার কোর্সের উপর। তবুও চলুন খরচের ব্যাপারে আনুমানিক একটি রাফ আইডিয়া দেখে নেই:
টিউশন ফি: সাধারণত স্নাতক প্রোগ্রামের জন্য টিউশন ফি প্রতি সেমিস্টারে প্রায় ১০,০০০ থেকে ১৫,০০০ সৌদি রিয়াল হয়ে থাকে। আর যারা স্নাতকোত্তর প্রোগ্রাম করতে চান তাদের গুনতে হবে প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ সৌদি রিয়ালের মতো।
থাকা-খাওয়ার খরচ: মক্কায় যারা স্টুডেন্ট মেসে থাকতে চান তাদের খরচ প্রতি মাসে প্রায় ১,০০০ থেকে ২,০০০ সৌদি রিয়াল আসতে পারে৷ অন্যদিকে খাবারের পেছনে ইজিলি ৫০০ থেকে ১,০০০ সৌদি রিয়াল যাবে! তাও প্রতি মাসে! মোটামুটি প্রতি বছরে প্রায় ২০,০০০ থেকে ৪২,০০০ সৌদি রিয়াল বাজেট করতে হবে ভাড়া এবং থাকা-খাওয়ার খরচ হিসাবে।
বিমানভাড়া: বাংলাদেশ থেকে সৌদি আরবের জন্য বিমানভাড়া প্রায় ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকার মতো হয়ে থাকে।
আশা করি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন সে-সম্পর্কে রাফ একটি আইডিয়া দিতে পেরেছি। পরবর্তীতে কোন কোর্সে কি কি যোগ্যতা লাগবে, কখন আবেদন করতে হবে সবকিছু জানতে হলে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রিসার্চ করতে হবে। শুভ কামনা রইলো!