প্রবাসীদের কস্টের ঈদ। প্রবাসীদের ঈদের শুভেচ্ছা। প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস।

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
প্রবাসীদের কস্টের ঈদ
প্রবাসীদের কস্টের ঈদ

সারাবিশ্বের প্রায় প্রতিটি দেশেই রয়েছে অসংখ্য প্রবাসী। এরা এমন এমন সব জায়গায় কাজ করে, যেখানে লক্ষ লক্ষ প্রবাসীর ঈদের জামাত পড়ার সৌভাগ্যটা কপালে জোটে না। এদের জন্য আমরা তৈরি করেছি, প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস যেগুলো তারা ফেসবুকে আপলোড করে মনের কষ্ট কিছুটা হলেও ভুলে যাবে।

যদি প্রিয়মানুষ আর পরিবার-পরিজন ছেড়ে ঈদ পালন মোটেও সুখকর না। তারপরেও এসব প্রবাসী বীর যোদ্ধাদের জন্য আমরা দেশে বসে দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না। তাই সব রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ঈদ মোবারক।

 

প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস

১। ঈদের আনন্দে ভাসছে দেশ, কিন্তু প্রবাসীদের মনে শুধুই বেদনা।”ঈদ মোবারক”

২। আমরা যারা প্রবাসী দুঃখ লুকিয়ে মুখে হাসি, ঈদের দিনেও মাকে দেখি না মনের কষ্ট বলতে পারি না।”ঈদ মোবারক”

৩। এই বেদনা কেবল তারাই বুঝতে পারে যারা প্রবাসে ঈদ উদযাপন করে। “ঈদ মোবারক”

৪। ঈদের সকালে ঘুম থেকে উঠে, নতুন জামা কাপড় পরে, সকালের নামাজ পড়ে, বড়দের সাথে ঈদের আলিঙ্গন, এই সব সুখ প্রবাসীদের শুধুই স্বপ্ন।”ঈদ মোবারক”

৫। দূরে থাকার যন্ত্রণা, প্রিয়জনদের সাথে না থাকার বেদনা, এই ঈদেও বুকে চিন্তার ভাঁজ। তার পরেও সকলকে জানাই “ঈদ মোবারক।”

৬। প্রবাসীদের ঈদ মানে চোখের কোণে জল, কেউ দেখে না সেই জলে কত দূরে ঢল। “ঈদ মোবারক প্রিয় মানুষ”

৭। দূর প্রবাসে থাকা কতটা কষ্টের আমরাই জানি, তাও এই খুশির দিন হোক পরিবার এবং সকল শুভাকাঙ্ক্ষীর জন্য। ঈদ মোবারক।

৮। ভালো নেই, তবু সবাইকে জানাই ঈদ মোবারক। প্রবাস জীবন মানেই বদ্ধ।

৯। ভালোবাসার মানুষ গুলো ভালো থাকুক, আমাদের ঈদ মুক্ত আকাশের নিচে।

১০। আল্লাহ্‌ এই পবিত্র ঈদে সবাইকে আনন্দ আর ভালো রাখুন, পবিত্র ঈদের আমেজে আজ পুরো দেশ।

 

প্রবাসীদের ঈদ কষ্টের স্ট্যাটাস

১. ঈদের আনন্দে মুখরিত দেশ,

প্রবাসীর বুকে শুধুই অশান্তির আঁচড়।

২. প্রিয়জনদের স্পর্শ ছাড়া,

এই ঈদেও বুকে শূন্যতার ভার।

৩. ঈদের নতুন জামা,

শুধুই কাঁধে ভার,

প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার

সুযোগ নেই আর।

৪. ঈদের সেমাই,

মনে পড়ায় দেশের স্মৃতি,

চোখের কোনে জল জমে।

৫. ঈদের দিন,

বন্ধুদের আড্ডা,

প্রবাসীর বুকে জাগায়

অসীম বেদনার স্পন্দন।

৬. ভিডিও কলে,

প্রিয়জনের মুখ দেখে,

সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়,

কষ্টের মাঝেও একটু স্বান্ত্বনা।

৭. ঈদের দিন,

দেশের মাটিতে পা রাখার স্বপ্ন,

প্রবাসীর মনে চির জাগ্রত।

৮. ঈদের আনন্দ,

সবার জন্য একই রকম নয়,

প্রবাসীর বেদনা,

শুধু তারাই বুঝতে পারে।

৯. ঈদের দিন,

দেশের প্রতি ভালোবাসা,

আরও তীব্র হয় প্রবাসীর মনে, তাও নিজেকে সান্ত্বনা, এইতো ঈদ।

১০. ঈদের আশায়,

প্রবাসীদের অপেক্ষা,

একদিন দেশে ফিরে,

 

প্রবাসীদের ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস

  • — ঈদ মোবারক — প্রবাসের বেদনায় ঈদের আনন্দ কিছুটা ফিকে, তবুও আপনাদের ঈদের শুভেচ্ছা।
  • দেশের মাটিতে না হলেও, মনে মনে ঈদের আনন্দে আপনারাও আমাদের সাথে।– ঈদ মোবারক —
  • লাখ প্রতিকূলতার প্রত্যেকের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। সকল প্রবাসীদের ঈদের শুভেচ্ছা।– ঈদ মোবারক —
  • প্রবাসী ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা। আপনাদের ত্যাগ ও পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ।
  • ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে না পারলেও, আপনাদের জন্য আমাদের ভালোবাসা অটুট।– ঈদ মোবারক —
  • কে বলেছে প্রবাসীদের ঈদ নেই? আমরা প্রবাসীদের ও ঈদ আছে। ঈদ উপলক্ষে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীদের ঈদ হয়ে যায়।
  • মহান আল্লাহ্ আপনাদের সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুন।– ঈদ মোবারক —
  • দেশ ও নিজের যত্ন নিন আপনাদের জন্য আমরা সদা জাগ্রত রেমিট্যান্স যোদ্ধা। — ঈদ মোবারক —
  • দেশ এবং দশের জন্য প্রবাসী ভাইদের জানাই ইদের শুভেচ্ছা।
  • প্রবাস জীবনের বন্ধুরাই আসল পরিবার, ঈদ মোবারক সবাইকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ