কর্পোরেট এবং ব্যক্তিগত লাইসেন্সের মতো আরো বিভিন্ন ধরণের লাইসেন্স আমাদের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে বিবেচিত হয়ে থাকে। ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ লাইসেন্স হলো Investment Licence।
চলুন তবে আজ Investment Licence Saudi Arabia Requirements, এর পরিচিতি, এটি করতে খরচ কত পড়বে সে-সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই।
সোজা বাংলায় সৌদি আরবে স্বাধীনভাবে ব্যবসা করার জন্য যে লাইসেন্স প্রয়োজন পড়ে সেই লাইসেন্সকে ইনভেস্টমেন্ট লাইসেন্স বলে। সৌদি আরবে অবাধে কাজ করতে কিংবা ব্যবসা করতে এই লাইসেন্স থাকা আবশ্যক।
সাধারণত এই ধরণের লাইসেন্স পেতে সৌদি আরবের নাগরিককে একধরণের ডকুমেন্টস শো করতে হবে। অন্যদিকে এই ধরণের লাইসেন্স পেতে সৌদি প্রবাসীদের ভিন্ন ডকুমেন্টস শো করতে হবে।
অর্থ্যাৎ এখানে এই লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে ভিন্ন পথ অনুসরণ করতে হবে সৌদি নাগরিক এবং সৌদি প্রবাসীকে।
নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রম এবং প্রয়োজনীয়তা অনুযায়ী সৌদি আরবে বিভিন্ন ধরণের ইনভেস্টমেন্ট লাইসেন্সের চল রয়েছে। যেমন:
সার্ভিস লাইসেন্স: আইটি, স্বাস্থ্যসেবা, পর্যটন বা শিক্ষার মতো বিভিন্ন সেক্টরে সৌদি আরবে সার্ভিস সেল করতে আপনাকে এই সৌদি ইনভেস্টমেন্ট সার্ভিস লাইসেন্স ম্যানেজ করতে হবে।
ট্রেডিং লাইসেন্স: সৌদি আরবের মধ্যে পণ্য আমদানি, রপ্তানি বা মার্কেটিং করতে হলে আপনার অবশ্যই এই লাইসেন্সটি থাকতে হবে।
ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লাইসেন্স: অনেকেই টিম আকারে বড়সড় ইনভেস্টমেন্ট করে নতুন বিজনেস দাঁড় করাতে চান। সৌদি আরবে প্রবাসী হিসাবে এমনটা করতে প্রয়োজন পড়বে এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লাইসেন্সের৷
এছাড়াও সৌদি আরবে আরো বিভিন্ন ধরণের ইনভেস্টমেন্ট লাইসেন্স চালু রয়েছে। যা আপনার বিজনেসের ধরণের উপর নির্ভর করে আপনাকে সিলেক্ট করতে হবে৷
সৌদি আরবকে মূলত বৈশ্বিক বিনিয়োগ পাওয়ার হাউস ধরা হয়ে থাকে। এখানে বিজনেস করতে পারাটাকে অনেক বড় সফলতার অংশ ধরা হয়। তবে লিগ্যালি যদি আপনি এখানে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই এই ইনভেস্টমেন্ট লাইসেন্স থাকতে হবে। চলুন এক নজরে দেখে নিই ইনভেস্টমেন্ট লাইসেন্সের প্রয়োজনীয়তা সম্পর্কে।
মূলত সৌদি আরবে বিজনেস করার পূর্বে একটি ইনভেস্টমেন্ট লাইসেন্সের ব্যবস্থা করতে পারলে এটি আপনার বিজনেসকে নিরাপদ এবং আইনি ভিত্তি প্রদান করবে।
এছাড়াও বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট লাইসেন্স থাকলে তা মার্কেটে প্রবেশাধিকার, ব্যাক্তির অধিকার সুরক্ষা এবং সরকারী প্রণোদনা নিশ্চিত করবে। পাশাপাশি ইন্টারন্যাশনালি ইনভেস্ট করতেও এই লাইসেন্স আপনাকে অফিসিয়ালি সাহায্য করবে৷
বর্তমানে সৌদি আরবের ইনভেস্টমেন্ট লাইসেন্স পেতে ফি হিসাবে ৭০০০/- টাকার প্রয়োজন পড়ে। আর এটি যেহেতু বছরে বছরে রিনিউ করতে হয় সেহেতু রিনিউ ফি হিসাবে কতৃপক্ষ আপনার কাছ থেকে প্রতি বছর ১০০০/- করে চার্জ করবে। আর হ্যাঁ এই লাইসেন্সের জন্য আবেদন করার পূর্বেই আপনাকে এই নির্দিষ্ট ফি ব্যাংকে জমা দিতে হবে।
Investment Licence Saudi Arabia Requirements & Details In Bengali i
ইনভেস্টমেন্ট লাইসেন্সের জন্য আজকাল অনলাইনেই আবেদন করা যায়। তবে যদি আপনার নিজেরই অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে যেতে পারেন।
সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস নিতে ভুলবেন না কিন্তু। চলুন তবে এবারে এক নজরে দেখে নিই ইনভেস্টমেন্ট লাইসেন্সের জন্য আবেদন করার নিয়মগুলি:
অনলাইনে আবেদন: এই লাইসেন্সের জন্য আবেদন করতে হলে আপনাকে SAGIA ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং বিজনেসে রেজিস্ট্রার করতে হবে।
ডকুমেন্টস জমা: অনলাইন পোর্টালের মাধ্যমে এবারে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তথ্য জমা দিতে হবে।
রিভিউ: আপনার আবেদন সম্পন্ন হলে SAGIA আপনার আবেদনটি পর্যালোচনা করবে। এর সম্ভাব্যতা মূল্যায়ন করতে বাড়তি সময় নেবে।
অনুমোদন এবং লাইসেন্সিং: সবশেষে অনুমোদনের পরে, SAGIA কোম্পানি আপনাকে ব্যবসায়িক কার্যক্রম শুরু করার অনুমতি প্রদান করবে। সেই সাথে আপনার বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট লাইসেন্স জারি করবে।
বর্তমানে ইনভেস্টমেন্ট লাইসেন্স পেতে মোটামুটি ১ সপ্তাহ বা ৭ কার্য দিবসের প্রয়োজন পড়ে। আশা করি আবেদন ঠিক থাকলে আবেদনের ৭ দিন পরই লাইসেন্স হাতে পেয়ে যাবেন।