জাতীয় প্রবাসী দিবস ২০২৩
প্রবাসে থাকা মোট ২,০৯৪,৬১৬ জন প্রবাসীর প্রতি রইলো জাতীয় প্রবাসী দিবস ২০২৩ এর শুভেচ্ছা। প্রবাসী কর্মীদের তথ্য, সহযোগীতা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে প্রবাসীদের জীবনমানের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০২২ সালের ৩০ ডিসেম্বরের দিকে এই দিবসের ব্যাপারে বাংলাদেশ সরকার অনুমোদন দিলেও এই বছর থেকে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় প্রবাসী দিবস। ২০২৩ সালে যাত্রা শুরু করা এই ভিন্নধর্মী দিবসটি আশা করি দীর্ঘ স্থায়িত্ব লাভ করবে।
প্রতিটি দিবস পালন করার ক্ষেত্রে এক একটি উদ্দেশ্য কাজ করে। আর এই উদ্দেশ্যকে সফলতার মূখ দেখাতে প্রয়োজন পড়ে বিভিন্ন কর্মসূচীর। সারা দেশব্যাপি প্রবাসীদের প্রতি শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতীয় প্রবাসী দিবস ২০২৩ এর কর্মসূচী হিসাবে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে। যেমন:
চলুন প্রবাসীদের সাথে নিয়ে আজকের এই জাতীয় প্রবাস দিবস ২০২৩ এর দিনে ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্যকে সম্মান জানাই এবং এই মিশনে সফল হতে নিজের স্থান থাকে যথাসাধ্য চেষ্টা করি।