১১ আগস্ট শুক্রবার থেকে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো পথ দেখানোর পর অনেক ফুটবল তারকা এই লিগে নাম লিখিয়েছেন।
আল-আহলি
চেলসি থেকে ১৬ মিলিয়ন পাউন্ডে গোলরক্ষক সেনেগালের মেন্ডি, লিভারপুল থেকে ফ্রিতে ফিরমিনো, ম্যানচেস্টার সিটি থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে রিয়াদ মাহরেজ, নিউক্যাসেল ইউনাইটেড থেকে মাক্সিমিন, বার্সেলোনা থেকে ১২.৫ মিলিয়ন ইউরোতে আইভরিকোস্টের কেসিয়ে ও রোমা থেকে ২৮.৫ মিলিয়ন ইউরোতে ব্রাজিলের ইবানিয়েসকে দলে ভিড়িয়েছে আল-আহলি।
আল-নাসর
ক্রিস্টিয়ানো রোনালদোর এই দল ১৮ মিলিয়ন ইউরো খরচ করে ব্রজোভিচকে ইন্টার মিলান থেকে কিনেছে। এরপর ৬ মিলিয়ন পাউন্ড দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ব্রাজিলের আলেক্স টেলিস, ২৫ মিলিয়ন ইউরো দিয়ে লঁস থেকে সেকো ফোফানা ও ৪০ মিলিয়ন ইউরো দিয়ে বায়ার্ন মিউনিখ থেকে সাদিও মানেকে কিনেছে আল-নাসর।
আল-হিলাল
পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরোতে সম্প্রতি দলে যোগ দেন নেইমার। তার আগে ১৭ মিলিয়ন পাউন্ড দিয়ে চেলসি থেকে সেনেগালের ডিফেন্ডার কুলিবালি, ৫৫ মিলিয়ন ইউরো দিয়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে পর্তুগালের রুবেন নেভেস, ৪০ মিলিয়ন ইউরো দিয়ে লাৎসিও থেকে সার্বিয়ার সাভিচ, ৬০ মিলিয়ন ইউরো দিয়ে জেনিট সেন্ট পিটার্সবার্গ থেকে ম্যালকমকে কিনেছিল তারা। এরপর সেভিয়া থেকে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুও যোগ দিয়েছেন দলে।
আল-ইত্তিফাক
লিভারপুলের সাবেক তারকা ফুটবলার জেরার্ড কোচ হিসেবে যোগ দিয়েছেন এই ক্লাবে। এরপর তার সাথে যোগ দেন লিভারপুলের জর্ডান হেন্ডারসন। আল-ইত্তিফাকে যোগ দেয়ার আগে তিনি লিভারপুলের অধিনায়ক ছিলেন। এছাড়া ফ্রান্সের স্ট্রাউকার মুসা ডেম্বেলে ও স্কটল্যান্ডের জ্যাক হেন্ড্রিও খেলছেন এই ক্লাবে।
সূত্র : ডয়চে ভেলে