প্রয়াত পান্না কায়সারের লুকে বিদ্যা সিনহা মিম!

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা সাহা মিম নতুন লুকে দেখা দিলেন। এবার তিনি ধরা দিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী মাত্রই কয়দিন আগে প্রয়াত পান্না কায়সারের লুকে। মিম তার অভিনীত নতুন ছবি ‘দিগন্তে ফুলের আগুন’ এ পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। বুধবার (৯ আগস্ট) মিম তার ফেসবুক হ্যান্ডেলে ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির তার লুক প্রকাশ করেন একটি ছবি পোস্ট করে। সাদাকালো এই ছবিতে দেখা যায় পান্না কায়সার ও শহীদুল্লা কায়সার চরিত্রে মিম ও মন্ওয়ারকে। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, পান্না কায়সার ও শহীদুল্লাহ কায়সার।

নিজের এই নতুন ছবিটি নিয়ে মিম বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের ছবি। আমার বিশ্বাস – এটি ভালো কিছু হবে। এতে আমি অভিনয় করছি শহীদ জায়া পান্না কায়সারের চরিত্রে। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে ছবিটির গল্প তৈরি হয়েছে।
মিম জানান, আগামী ৮ সেপ্টেম্বর তার অভিনীত ‘অন্তর্জাল’ ছবিটি মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও মোশন পিপল স্টুডিও লিমিটেড। এটির প্রধান চরিত্রে মিম ছাড়া আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল।

ছবিটির আরও কিছু চরিত্রে অভিনয় করেছেন, মাশরুর ইনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার। মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। এতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ