জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা সাহা মিম নতুন লুকে দেখা দিলেন। এবার তিনি ধরা দিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী মাত্রই কয়দিন আগে প্রয়াত পান্না কায়সারের লুকে। মিম তার অভিনীত নতুন ছবি ‘দিগন্তে ফুলের আগুন’ এ পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। বুধবার (৯ আগস্ট) মিম তার ফেসবুক হ্যান্ডেলে ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির তার লুক প্রকাশ করেন একটি ছবি পোস্ট করে। সাদাকালো এই ছবিতে দেখা যায় পান্না কায়সার ও শহীদুল্লা কায়সার চরিত্রে মিম ও মন্ওয়ারকে। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, পান্না কায়সার ও শহীদুল্লাহ কায়সার।
ছবিটির আরও কিছু চরিত্রে অভিনয় করেছেন, মাশরুর ইনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার। মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। এতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মিম।