ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের সঙ্গে চুক্তি করা পর্তুগিজ তারকা তার পরিবারসহই এখন মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করছেন। সৌদি এবার রোনালদো ও তার পরিবারের বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা করেছে।
রাজধানী রিয়াদের একটি বিনোদন পার্ক প্রতিদিন ২ ঘণ্টা করে বরাদ্দ রাখা হয়েছে রোনালদোর পরিবারের জন্য। সেই সময় অন্য কেউ পার্কে ঢুকতে পারবেন না।
আরও পড়ুন: কাতারে সড়কে প্রাণ গেলো ৪ বাংলাদেশির
রোনালদো ইতিমধ্যেই সেই পার্কে সপরিবার গিয়েছেন। যেখানে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের সঙ্গে তাকে আনন্দ উপভোগ করতে দেখা যায়। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন জর্জিনা। চবিতে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে আমোদ করতে দেখা গেছে রোনালদো-জর্জিনাকে।
সিআর সেভেন খ্যাত এই তারকা সৌদির ক্লাব আল নাসরে যোগ দিয়েই হইচই ফেলে দিয়েছেন। বছরে তিনি ২১ কোটি মার্কিন ডলার আয় করবেন। যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক ফুটবলারের তালিকায় শীর্ষে নিয়ে গেছে।
এছাড়া সে দেশে পা দিয়েই সৌদির নিয়ম ভেঙেছেন রোনালদো। তার সঙ্গে গিয়েছেন বান্ধবী জর্জিনাও। একসঙ্গে থাকছেন তারা। কিন্তু সৌদির আইন অনুযায়ী, বিয়ে না করে কোনো যুগল একসঙ্গে থাকতে পারেন না। সে রকম করলে কড়া শাস্তি দেওয়া হয়। কিন্তু রোনালদোকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এবার তার জন্য বিনোদনের বিশেষ ব্যবস্থা করল সে দেশ।
আগামী বৃহস্পতিবার প্রথম খেলতে নামবেন রোনালদো। আর প্রথম ম্যাচেই তার মুখোমুখি লিওনেল মেসি। পিএসজি খেলবে আল নাসরে ও আল হিলালের সম্মিলিত একটি দলের বিপক্ষে।
রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবেন মেসি ও রোনালদো। আল নাসরে দলের অধিনায়ক করা হয়েছে রোনালদোকে। তিনি বৃহস্পতিবার সম্মিলিত একাদশেরও অধিনায়ক হবেন। যদিও আল নাসরে দলের হয়ে এখনও খেলতে নামেননি রোনালদো। তার আগেই এই সম্মিলিত একাদশের হয়ে খেলে ফেলবেন তিনি।
রোনালদোর আল নাসরের হয়ে রোববার অভিষেক হতে পারে। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল তাকে। আল নাসরে এসে সেই কারণে প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি তিনি।