শিরোনাম:
স্কলারশিপের জন্য ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয়  ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৬: বিদেশে পড়াশোনার সবচেয়ে স্মার্ট ডিসিশন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে: ২০২৬ আপডেটসহ বিস্তারিত গাইড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে সব অজানা তথ্য একসাথে  অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে  ঢাকা টু সৌদি বিমান ভাড়া | ঢাকা টু সৌদি টিকিট বুকিং  বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে চীন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড চীনের দর্শনীয় স্থান এবং খরচসহ বিস্তারিত সব তথ্য একসাথে  সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ইন্সুরেন্স করার সম্পূর্ণ গাইডলাইন

শীতেও ত্বক রাখুন সুন্দর কোমল ও মসৃণ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
মডেল : মার্জান সুমি
মডেল : মার্জান সুমি

প্রকৃতিতে ক্রমশ শীতের তীব্রতা বাড়ছে। তবে সামান্য যত্নেই কিন্তু শীতের শুষ্কতা কমিয়ে ত্বকে পছন্দের জেল্লা আনা যায়। এই শীতে ত্বকের যত্নে তুলে ধরা হলো কিছু পরামর্শ।

ময়েশ্চারাজার :
শীতে ত্বকের যত্নে একটি ভালোমানের ময়েশ্চারাইজার খুবই জরুরী। তাই কেনাকাটার সময় একটি ভালো মানের ময়েশ্চারাইজার কিনতে ভুল করবেন না। যখনই ত্বক শুষ্ক মনে হবে তখনই এটি ব্যবহার করুন। এটি ত্বকের স্বাভাবিক আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।

ত্বকে আদ্রতা ধরে রাখুন :
শীতকালে ত্বকের আদ্রতা ধরে রাখতে মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন। এর ফলে সহজে ত্বক শুষ্ক হবে না।

অতিরিক্ত গরম পানি নয় :
গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ, মাথা ধোয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন রূপ বিশেষজ্ঞরা। কারণ, অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে। গোসলের সময় পানিতে কয়েক ফোটা জোজোবা বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বক আদ্র এবং মসৃণ থাকবে।

ভেজা ত্বকে পরিচর্যা :
গোসল এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আদ্রতা বজায় থাকবে।

ত্বক কোমল রাখতে এই সময়ে চটজলদি করে নিন কিছু ঘরোয়া যত্ন :
আধা কাপ চিনি, তিন টেবিল চামচ পানি এবং সমপরিমাণ ওলিভ ওয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে স্ক্র্যাব তৈরি করুন। চাইলে এতে পছন্দের পারফিউম বা সামান্য গোলাপ জল মেলাতে পারেন। এবার ঘষে ঘষে মাখুন, যতক্ষণ না আপনার ত্বক কাঙ্ক্ষিত কোমলতা পায়। চিনি গলে গেলে পানি দিয়ে ধুয়ে আলতো করে মুছে ময়েশ্চারাইজার লোশন বা ক্রিম লাগিয়ে নিন।

এছাড়াও কফি আর ওলিভ ওয়েল দিয়েও তৈরি করতে পারেন প্রাকৃতিক স্ক্র্যাব। বেকিং সোডা আমাদের কেক তৈরিতে ব্যবহার হয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আপনার ত্বকের স্ক্র্যাবিং এর দায়িত্ব ছেড়ে দিতে পারেন শুভ্র এই পাউডারের ওপর। ত্বক পরিষ্কারে এবং ব্লাক হেডস দূর করতে এক টেবিল চামচ বেকিং সোডা পানি দিয়ে পেস্ট তৈরি করে ত্বকে মেখে ১০ মিনিট রেখে হালকা ঘষে ধুয়ে নিন। স্ক্র্যাব তৈরি করতে পারেন চিনি ও লেবুর রস, চালের গুঁড়া ও কমলার রস এবং সুজি ও পেঁপের রস দিয়েও।

সানস্ক্রিন ক্রিম ব্যবহার :
শীতের সময় বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীতা কমে গেছে। শীতকালেও বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫-৩০ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন।

পর্যান্ত পানি পান করতে ভুলবেন না যেন। আর এভাবেই শীতেও পান সুন্দর – কোমল ত্বক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ