
ভাবুন তো আপনি ইউরোপের সবচেয়ে সুখী দেশে আছেন। পড়াশোনা করছেন টিউশন ফি ছাড়াই। হাতে স্কলারশিপ, আর সঙ্গে পার্ট-টাইম ইনকাম। মূলত ডেনমার্ক এমন এক দেশ যেখানে শিক্ষার মান, নিরাপত্তা, ও জীবনযাত্রার মান সবকিছুই পার্ফেক্ট। ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো শুধু পড়াশোনায় নয়! পাশাপাশি রিসার্চ, ইনোভেশন, ও স্কলারশিপ সুযোগের জন্যেও সেরা। যার কারণে চলুন আলোচনা করি ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয় সম্পর্কে।
QS World University Ranking 2025 অনুযায়ী ডেনমার্কের এই বিশ্ববিদ্যালয় সেরা ১০০ এর মধ্যে আছে। মেডিসিন, এনভায়রনমেন্টাল সায়েন্স, ও হিউম্যানিটিজে সবচেয়ে ভালো পারফর্ম করছে এটি। Danish Government এবং Scholarship for Non-EU Students নামে দু’টো স্কলারশিপ নিয়ে কাজ করছে এই বিশ্ববিদ্যালয়। যেখানে আপনি ইজিলি ফুল টিউশন ফি + মাসিক লিভিং অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে ১ লাখ টাকা করে পেতে পারেন।
ইউরোপের টপ ১৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই Aarhus University একটি। ইঞ্জিনিয়ারিং, আইটি, এবং ম্যানেজমেন্ট কোর্সের জন্য এই ভার্সিটি বেশ জনপ্রিয়। সাথে আছে Aarhus University Master’s Scholarship এর ব্যবস্থা। আর সুযোগ সুবিধা হিসাবে থাকছে টিউশন ফি ছাড় এবং ১২ মাসের লিভিং খরচ হিসাবে প্রায় ৯-১০ লাখ টাকা লাভের সুযোগ।
ইউরোপের টপ টেকনিক্যাল ইউনিভার্সিটি হলো এটি। DTU International Students Grant নামের স্কলারশিপে আন্ডারে আপনিও চাইলে এখানে ফুল টিউশন ফি + মাসিক স্টাইপেন্ডে পড়াশোনা করতে পারবেন। পাশাপাশি ডিপার্টম্যান্ট হিসাবে পাবেন Electrical, Civil, Energy, Mechanical Engineering।
Problem-Based Learning মডেল নিয়ে যারা ক্যারিয়ার করবেন ভাবছেন তারা এই ভার্সিটির AAU International Tuition Waiver and Stipends স্কলারশিপ ট্রাই করতে পারেন। কারণ এখানে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি, সাথে থাকছে মাসিক অ্যালাউন্স। আর কোর্স হিসাবে পাবেন Robotics, Urban Design, IT, Communication।
ইউরোপের টপ টেন বিজনেস স্কুলের একটি হলো এই Copenhagen Business School। এখানে বর্তমানে CBS International Full Tuition Scholarship নামে একটি স্কলারশিপ চালু আছে। যার আন্ডারে আপনি ফুল টিউশন ফি + লিভিং খরচ কভার করে নিতে পারবেন।
Engineering, Public Health, এবং Renewable Energy নিয়ে এই বিশ্ববিদ্যালয় কাজ করে। যেখানে ফ্রিতে তো পড়া যাই-ই! পাশাপাশি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকাও পাওয়া যায়।
Innovative research এবং Social Sciences-এর জন্য ডেনমার্কের এই বিশ্ববিদ্যালয় বেশ বিখ্যাত। এখানে চালু আছে Danish State Tuition Fee Waiver and Stipend নামের একটি স্কলারশিপ। যেটির সাহায্যে আপনি ফুল টিউশন ফি কভার করতে পারবেন এবং ১ বছরের লিভিং অ্যালাউন্স পাবেন।
Software Engineering, Data Science, এবং Cybersecurity-এ ইউরোপে টপ ১০ এর মধ্যে স্কলারশিপ দরকার? চুজ করুন IT University of Copenhagen! এখানে আপনি ফুল ফ্রি টিউশনিতে পড়াশোনা শেষ করতে পারবেন।
এই ভার্সিটি তাদের জন্য যারা ভবিষ্যতে ডেনমার্কে Hospitality, Tourism, Business Studies এসি সাবজেক্ট নিয়ে পড়তে চান। এখানে মূলত আপনি ৩০ থেকে ৫০% টিউশন ফি কভার করে নিতে পারবেন।
সবশেষে বলবো VIA University College এর কথা যেটা কিনা ইউরোপে Architecture, Design, Health & Education প্রোগ্রামের জন্য বিখ্যাত। এখানে আপনি যে স্কলারশিপটা পাবেন সেটার নাম মূলত VIA Talent Scholarship। যেখানে থাকছে ৫০% টিউশন ফি মওকুফ + একাডেমিক পারফরম্যান্স অনুযায়ী ভালো জব ফ্যাসিলিটি।
মনে রাখবেন, ইউরোপে আন্তর্জাতিক মানের শিক্ষা সম্ভব। তাও কম খরচে। তবে এক্ষেত্রে আপনাকে ডেনমার্কের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে বেছে নিয়ে রিসার্চ করে তবেই আবেদন করতে হবে।