শিরোনাম:
স্কলারশিপের জন্য ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয়  ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৬: বিদেশে পড়াশোনার সবচেয়ে স্মার্ট ডিসিশন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে: ২০২৬ আপডেটসহ বিস্তারিত গাইড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে সব অজানা তথ্য একসাথে  অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে  ঢাকা টু সৌদি বিমান ভাড়া | ঢাকা টু সৌদি টিকিট বুকিং  বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে চীন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড চীনের দর্শনীয় স্থান এবং খরচসহ বিস্তারিত সব তথ্য একসাথে  সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ইন্সুরেন্স করার সম্পূর্ণ গাইডলাইন

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে 

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে 

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে.jpg

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় মূলত বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। যা শুধু একাডেমিক মানেই নয়, বরং স্কলারশিপ ও আর্থিক সহায়তার দিক থেকেও বিশ্বের অন্যতম শ্রেষ্ট বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। যদি আপনার স্বপ্ন হয় বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার এবং সেই সঙ্গে টিউশন ফি, থাকা-খাওয়া বা গবেষণার খরচ নিয়ে দুশ্চিন্তা না করার তাহলে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্রোগ্রাম হতে পারে আপনার বেস্ট অপশন। সো চলুন জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করবেন যেভাবে!

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর স্কলারশিপ

এই স্কলারশিপ Melbourne International Undergraduate Scholarship নামে বেশ পরিচিত। ২৫%, ৫০% বা ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফ পাওয়া যায় এই স্কলারশিপে। মানে প্রায় ১৫-২০ লাখ টাকা পর্যন্ত কমে আপনি এখানে পড়তে পারবেন। তবে যোগ্যতা হিসাবে লাগবে:

  • মাধ্যমিক বা A Level-এ ভালো রেজাল্ট
  • ভালো IELTS/TOEFL স্কোর
  • নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে চ্যাঞ্চেলর স্কলারশিপ 

যারা প্রচুর মেধাবী তাদের জন্য এই স্কলারশিপ। আর এই স্কলারশিপে টিউশন ফি পুরোপুরি মওকুফ। সাথে প্রায় ৭ লাখ টাকার মতো বার্ষিক লিভিং অ্যালাওয়েন্স দেওয়া হয়। যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদের থাকতে হবে:

  • Year 12 বা IB-তে ভালো রেজাল্ট 
  • উক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত অফার 

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে হিউম্যানটেরিয়ান স্কলারশিপ 

যারা বিশেষ পরিস্থিতিতে যেমন রিফিউজি বা protection visa ধারী হিসাবে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চান, তাদের জন্য এই স্কলারশিপ!

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স স্কলারশিপ 

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স স্কলারশিপ যারা করবেন তারা মূলত অনেকগুলি অপশন পাবেন। যেমন Science Graduate Scholarship! এখানে বছরে ১০,০০০ ডলার পর্যন্ত স্কলারশিপ ফ্রিতে পাওয়া যায়। আর যোগ্যতা হিসাবে লাগে Bachelor in Science বা সম্পর্কিত বিষয়ে ভালো রেজাল্ট!

অন্যদিকে যাদের আর্কিটেকচার, আরবান ডিজাইন বা ল্যান্ডস্কেপ ডিজাইন কোর্সের প্রতি আগ্রহ আছে তারা অস্ট্রেলিয়ার মেলবোর্নের Design Global Graduate Scholarship ট্রাই করতে পারেন। এখানে আপনি ২০% পর্যন্ত ফি মওকুফ পাবেন। ভালো পোর্টফোলিও এবং রেজাল্ট থাকলে এই স্কলারশিপ আপনার জন্য!

এছাড়াও অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স স্কলারশিপের আন্ডারে আছে Melbourne Graduate Scholarship! যেটা আবার Applied Psychology নামেও পরিচিত। প্রায় ২৫% ফি কমিয়ে এখানে পড়া যাবে। শুধু তাই নয়, একই বিশ্ববিদ্যালয়ে আপনি পেয়ে যাবেন MDHS Professional Graduate Scholarship। যা মেডিসিন, ডেন্টিস্ট্রি ও হেলথ সায়েন্সেস-এর শিক্ষার্থীদের জন্য। সাথে থাকছে এককালীন ৯ লাখ টাকা জেতার সূবর্ণ সুযোগ।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কলারশিপ 

সবশেষে বলবো অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কলারশিপের ব্যাপারে৷ এই স্কলারশিপ কিছু পার্সেন্ট ফি মওকুফ তো থাকেই! পাশাপাশি বছরে প্রায় ২৭ লাখের মতো টাকা পাওয়া যায়। আর এই কোর্স করতে দরকার পড়ে ৩/৪ বছরের মতো সময়!

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার প্রস্তুতি

যারা অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করবেন তারা অবশ্যই:

  • ভালো একাডেমিক রেজাল্ট নিশ্চিত করবেন
  • ইংরেজি পরীক্ষায় ভালো স্কোর করবেন
  • IELTS 7.0+ রাখার চেষ্টা করবেন
  • University Application আগে জমা দেবেন
  • ভালো SOP রেডি করবেন
  • Research ক্ষেত্রে আপনার রিসার্চ প্রপোজাল অসম্ভব ভালোভাবে রেডি করবেন

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করার উপায় 

১. শুরুতে আপনাকে পছন্দ অনুযায়ী কোর্স সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মানে https://www.unimelb.edu.au তে যাবেন। এবং সার্চ দিয়ে নিজের পছন্দ অনুযায়ী কোর্স বের করে নেবেন।

২. এরপর আপনাকে নিজের যোগ্যতা যাচাই করে নিতে হবে। প্রত্যেক প্রোগ্রামের জন্য আলাদা যোগ্যতা থাকে। মানে GPA বা Academic Result, IELTS/TOEFL স্কোর এসবের সাথে আপনার যোগ্যতা মিল আছে কিনা চেক করে নেবেন।

৩. যদি দেখেন আপনার যোগ্যতা আছে, তখন প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে নেবেন। যেমন:

  • Academic Transcript ও Certificate
  • Passport
  • IELTS/TOEFL Result
  • Statement of Purpose (SOP)
  • ২টি Recommendation Letter
  • যারা পিএইচডি করবেন তাদের জন্য Research Proposal 

৪. আবেদনের জন্য ডকুমেন্টস তো রেডি করা শেষ! এবার আপনাকে অনলাইনে আবেদন জমা দিতে হবে। এর এরজন্য সরাসরি চলে যেতে হবে এই লিংকে https://study.unimelb.edu.au/how-to-apply! সেখানে “Apply Now” ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে ফর্মটা পূরণ করে নেবেন। ফর্মে আপনার সব তথ্য, ডকুমেন্ট এবং কোর্স ডিটেইলস ভালোমতো বসাবেন। যাতে ভুল না হয়।

৫. যেহেতু এই ইউনিভার্সিটির বেশিরভাগ স্কলারশিপের জন্য আলাদা আবেদন করতে হয় না সেহেতু আপনার আবেদন তারা অটোমেটিক নিবে। মানে আপনি যখন কোর্সে আবেদন করবেন, তখনই আপনাকে স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে। তবে যারা Research Training Program (RTP) বা Graduate Research Scholarship-এর জন্য আবেদন করবেন তারা আলাদা করে রিসার্চ প্রপোজাল জমা দেবেন।

৬. যদি কতৃপক্ষ আপনার আবেদন এপ্রুভ করে তাহলে তারা আপনাকে ইমেইলে অফার লেটার পাঠাবে। এতে কোর্সের বিবরণ, স্কলারশিপের পরিমাণ ও পরবর্তী ধাপ লেখা থাকবে।

৭. অফার লেটার তো পেয়ে গেলেন। এবার আপনাকে স্টুডেন্ট ভিসা আবেদন করতে হবে। আর এই প্রসেস Subclass 500 নামে বেশ পরিচিত। গুগলে বা ইউটিউবে সার্চ করলেই আশা করি ডিটেইলস পেয়ে যাবেন৷

৮. সবশেষে আপনাকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। স্কলারশিপ কনফার্ম হলে বিমান টিকিট বুক করে নেবেন। সাথে হালাল খাবার কই পাবেন, কোথায় থাকবেন সবকিছু ম্যানেজ করে নেবেন। পাশাপাশি Orientation Week-এ অংশগ্রহণের জন্য আগে থেকেই প্ল্যান করে নেবেন।

ইতি কথা

মনে রাখবেন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে বছরে ৩০/৩৫ লাখ টাকা লাগে। ফুল স্কলারশিপ পেলে এই খরচের ৮০/৯০% খরচ কমে যাবে। এমনকি অনেক সময় পুরোপুরি ফ্রি পড়াশোনার সুযোগও মেলে।

আর হ্যাঁ! যারা Undergraduate স্কলারশিপের জন্য আবেদন করবেন তারা ফেব্রুয়ারি–মার্চের মধ্যে আবেদন করবেন। আর যারা মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করবেন তারা জুলাই–সেপ্টেম্বরের দিকে আবেদন করবেন। পাশাপাশি নির্দিষ্ট ডেডলাইন জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ