জেনে নিন কম খরচে যে সব দেশ ভ্রমণ করা যায়

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
জেনে নিন কম খরচে যে সব দেশ ভ্রমণ করা যায়

ঘোরাঘুরি কিংবা জীবিকার টানে হয়তো আমাদের বিভিন্ন সময়েই বিভিন্ন দেশে ভ্রমণ করবার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে সঠিক নির্দেশনার যেমন অভাব থাকে, ঠিক তেমনই থাকে খরচের টেনশন। এই ধরণের অপ্রীতিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কম খরচে কোন দেশে যাওয়া যায় সে ব্যাপারে সকলেরই জেনে রাখা উচিত। আজ আমরা কম খরচে কোন দেশে যাওয়া যায় এবং এ-সম্পর্কিত সঠিক গাইডলাইন নিয়ে আলোচনা করবো। আমাদের সাথেই থাকুন। 

 

ভারত যাওয়ার খরচ কত? 

মালেশিয়ায় যাওয়ার খরচ কত? 

শ্রীলঙ্কায় যাওয়ার খরচ কত? 

ফিলিপিন যাওয়ার খরচ কত? 

বিদেশ ভ্রমণের বাড়তি টিপস

 

ভারত যাওয়ার খরচ কত? 

বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়ায় ভারতে যাওয়ার খরচ কিছুটা কম। যার কারণে কম খরচে কোন দেশে যাওয়া যায় তা নিয়ে সাজানো আমাদের আজকের এই আর্টিকেলটির শুরুতেই ভারত নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। 

 

আজকাল কিন্তু বাস করেও কলকাতায় যাওয়ার সুযোগ থাকছে। যাইহোক! ঢাকা টু কলকাতা পরিবহণে আপনাকে ১৫০০-১৯০০ টাকা কিংবা তার বেশিও লাগতে পারে। মনে রাখবেন, আমরা শুধুমাত্র পরিবহণ খরচের কথা বলেছি। এছাড়াও সেখানে ঘোরাঘুরি, থাকা-খাওয়া সবমিলিয়ে প্রায় ২০,০০০ টাকা ছাড়াতে পারে। 

 

মালেশিয়ায় যাওয়ার খরচ কত? 

জীবিকার তাগিদে অনেক বাংলাদেশীই মালয়েশিয়ায় পাড়ি জমায়। এক্ষেত্রে বলে রাখা ভালো শ্রমিক হিসেবে মালয়েশিয়া যেতে একজন বাংলাদেশির ৭৮ হাজার ৯৯০ টাকার মতো লাগতে পারে। যা আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। যদিও তিন বছর বন্ধ থাকার পর ২০২১ সালে বাংলাদেশে মালয়েশিয়ার ভিসা খোলা হয়! 

আরো বেশী জানতেবিদেশে পড়াশোনার খরচ সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন 

এছাড়াও আপনি যদি সাধারণভাবে ঘুরতে যান সেক্ষেত্রে খরচের পরিমাণ লাখ টাকা ছাড়াতে পারে। মালয়েশিয়ায় যারা টুরিস্ট হিসাবে কয়েকদিনের জন্যে ঘুরতে যেতে চান তাদের উদ্দেশ্যে বলে রাখি, ঢাকা টু কুয়ালালামপুর আকাশ পরিবহনের ক্ষেত্রে আপনি কিন্তু ফিরতি টিকিটও পেয়ে যাবেন। যা পেতে জনপ্রতি ৪২ ,০০০-৪৮,০০০ টাকার মতো খরচ হতে পারে। 

 

শ্রীলঙ্কায় যাওয়ার খরচ কত? 

বাজেট ফ্রেন্ডলি বিদেশ ভ্রমণ মানেই কিন্তু ট্যুর লিষ্টে শ্রীলঙ্কাকে সবার শুরুতে রাখা চাই। যারা ইতিমধ্যেই কম খরচে কোন দেশে যাওয়া যায় সে-ব্যাপারে চিন্তিত তারা শ্রীলঙ্কা নিয়ে প্ল্যানিং করতে পারেন। কারণ যারা মনে করেন বিদেশ ভ্রমণ মানেই ৮-১০ লক্ষ টাকার ধাক্কা তাদের এই ধারণাকে পাল্টে দিবে শ্রীলঙ্কা ভ্রমণ। 

 

শ্রীলঙ্কা ট্যুরে মূলত ৯০,০০০ টাকা বা তার কম-বেশি অর্খ খরচ হতে পারে। এই ৯০,০০০ টাকায় টিকিটসহ প্রায় ৬/৭ দিন থাকার ব্যবস্থা হয়ে যাবে। যেহেতু ঘুরতে শ্রীলঙ্কা যাবেন সেহেতু কয়েকটা দিন তো না থাকলেই নয়! তবে যারা আরো কম সময়ে থাকতে চান তাদের খরচের পরিমাণ আরো কম হতে পারে। অন্যদিকে যারা জীবিকার তাগিদে শ্রীলঙ্কা যাবেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে তবেই যাবেন। 

 

ফিলিপিন যাওয়ার খরচ কত? 

কম খরচে কোন দেশে যাওয়া যায়” শীর্ষক আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করবো ফিলিপিনে যাওয়ার খরচ সম্পর্কে। শুরুতেই বলে রাখি এই দেশে যারা ভ্রমণ করতে চাচ্ছেন তারা কিন্তু বেশ কম খরচেই ভ্রমণ করতে পারবেন। এতে থাকবে না বাড়তি খরচের প্রেশার এবং অপছন্দের স্থানে ঘোরার বিরক্তি। 

 

সৌন্দর্য এবং লিমিটেড বাজেট… এই দুটি বিষয়কে সমন্বয়ে রেখে যারা ফিলিপিন ভ্রমণ করতে চান তাদের গুনতে হবে ৫০/৬০ হাজার টাকার মতো। সারাদিন সমুদ্র সৈকতের মধ্য দিয়ে ঘোরাঘুরি করাটা যে কত আনন্দের, তা যদি বুঝতে চান তবে ফিলিপিন ভ্রমণের কোনো জুড়ি নেই। পাশাপাশি যারা শ্রমিক ভিসায় যেতে চান তারাো কম খরচে দেশটিতে যেতে পারবেন। 

 

বিদেশ ভ্রমণের বাড়তি টিপস

  • বিদেশে যারা ঘুরতে যেতে চান তারা অবশ্যই মাস্টার কার্ডের ব্যবস্থা করে যাবেন
  • যে দেশে যাবেন সে দেশের কমন কিছু ভাষা শিখে নিন
  • পূর্ব পরিকল্পনা ছাড়া কখনো কোনো দেশ ভ্রমণ করা একেবারেই অনুচিত
  • ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বিশেষ করে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অগ্রিম বুকিং করাটা জরুরি
  • কোথায় কম খরচে থাকতে পারবেন সে ব্যাপারে আগে থেকেই নিশ্চিত হয়ে নিন
  • বিদেশ ভ্রমণকালীন সময়ে যে দেশে যাচ্ছেন সে দেশের টুকটাক আইন-কানুন জেনে নিন
  • যে দেশে যাচ্ছেন সে দেশের ট্রেডিশনাল ব্যাপারগুলি কিছুটা হলেও উপভোগ করার চেষ্টা করবেন

 

কম খরচে কোন দেশে যাওয়া যায় সে-সম্পর্কে তো জানলেন! এবার সিদ্ধান্ত গ্রহণ এবং প্ল্যানিং করার পালা। খরচ এবং সুবিধা সাথে প্রয়োজনীয়তা…সকল বিষয় সামঞ্জস্যপূর্ণ হলে সে অনুযায়ী নিজেকে গুছিয়ে নিন। আশা করি আপনার পরবর্তী বিদেশ ভ্রমণ হবে সর্বোচ্চ নিরাপত্তা এবং উপভোগ্য সময়ের অন্যতম উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ