জামালপুর যমুনার ভাঙনের কবলে বসতবাড়ি, ফসলি জমি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
জামালপুর যমুনার ভাঙনের কবলে বসতবাড়ি, ফসলি জমি

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার পাড়ে ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কে রয়েছে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা, কাঠমাসহ ৩টি গ্রামের দুই শতাধিক পরিবার। হুমকির মুখে রয়েছে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসা,রাস্তাঘাটসহ অনেক ফসলি জমি।

যমুনার পানি কমতে থাকায় কাঠমা গ্রামে নদীর পাড় ভাঙছে। ইতোমধ্যে ওই এলাকার কয়েকটি পরিবারের বসতবাড়ি নদীর গর্ভে চলে গেছে। শিগগিরই ভাঙনরোধে পদক্ষেপ না নিলে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে অন্তত আরো   শ-খানেক পরিবার।

ভাঙন কবলিত এলাকা থেকে অবৈধ উপায়ে একদল বালি উত্তোলনকারীদের বালি উত্তোলনের ফলে দেখা দিয়েছে নদী ভাঙন, নদীর গর্ভে চলে যাচ্ছে কৃষি জমিসহ বসতবাড়ি, এমনটি দাবি এলাকাবাসীর।

খুব দ্রুত ব্যাবস্থা না নিলে হয়তো নদীর তীরে বসবাসরত বাসিন্দাদের ভিটেমাটি সহ ঘরবাড়ি বিলীন হয়ে যাবে যমুনার গর্ভে। স্থানীয়দের দাবী, এখানে একটি স্থায়ী পাইলিং হলে এখনো রক্ষা পেত বসতবাড়ি, স্কুল, মসজিদ, বাজার সহ শত শত হেক্টর ফসলি জমি।

পানি উন্নয়ন বোর্ডের জামালপুর, উপ-বিভাগীয় প্রকৌশলী দীন ইসলাম মুঠোফোনে গ্লোবাল টিভিকে বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে, উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ পেলেই কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ