সৌদিতে শুরু হয়েছে কনস্যুলেট সেবা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
সৌদিতে শুরু হয়েছে কনস্যুলেট সেবা
সৌদিতে শুরু হয়েছে কনস্যুলেট সেবা নিচ্ছেন প্রবাসীরা।

সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আল কাসিম বুরাইদায় বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এ কনস্যুলেট সেবা।

আজ আল কাসিম বুরাইদা বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল ক্যাম্পাসে পাসপোর্ট রিইসু, রি-নিউ, আউট পাস, প্রবাসী কল্যাণ সেবা, সোনালী ব্যাংক একাউন্ট খোলার ব্যাপারে সেবা দেওয়াহ বে। প্রতি তিন মাস অন্তর এই সেবা দিবে সৌদি দূতাবাস।

প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেট সেবা প্রদান করেন পাসপোর্ট উইংয়ের কাউন্সেলর জামিরুল ইসলাম, লেবার উইংয়ের দ্বিতীয় সচিব মহসিন আল ফারুক। সেবা প্রদান সহযোগিতায় ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আল আমিন, আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, মাসুম বেপারী, সোনালী ব্যাংক কর্মকর্তা ফিরোজ আহমেদ, রিয়াদ বাংলাদেশ

দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্রের (ইডিসি) মার্কেটিং ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ আরও অনেকে।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের মাধ্যমে বুরাইদা শাখা অফিসে প্রতিদিন প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট রিইসু, রি-নিউ, জন্মনিবন্ধনসহ যাবতীয় সেবা প্রদান করা হয়। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি সেবা চালু করেছে। যাতে করে প্রবাসীরা কাজের ফাঁকে দূতাবাসের সেবা গ্রহণ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ