একজন বাঙালি স্টুডেন্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। এর চাইতে গর্বের বিষয় আর কি হতে পারে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা আজকাল অনেকেরই টার্গেট হয়ে উঠেছে। আর এই টার্গেট সফল করতে দরকার সঠিক প্ল্যানিং। আসুন তবে তারই অংশ হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের অক্সফোর্ডে অবস্থিত বেশ জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। যেখানে একদিকে পড়াশোনার মান ভালো অন্যদিকে সার্টিফিকেটের গুরুত্ব আকাশচুম্বী। ৩৯টি কলেজ নিয়ে গঠিত এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন টপিকের উপর স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের আয়োজন করে থাকে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কোর্স এবং স্টুডেন্ট কোন দেশের তার উপর নির্ভর করে। যারা ইউকে থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার করছে তাদের চাইতে সাধারণ বাংলাদেশী স্টুডেন্টদের টিউশন ফি’টা এখানে অনেক বেশি।
স্নাতক কোর্স: যারা এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্স করবেন তাদের গুনতে হবে ৩ কোটি ৫০ লাখ টাকা। আর এই টাকায় সম্পূর্ণ কোর্স কভার হয়ে যাবে।
স্নাতকোত্তর কোর্স: অন্যদিকে স্নাতকোত্তর কোর্স করতে গেলে পুরো কোর্সে গুনতে হবে ৩ কোটি ৫০ লাখ টাকার উপরে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ হিসাবে এবার চলুন থাকার খরচ সম্পর্কে আলোচনা করি। শুরতে বলে রাখি ইউকেতে থাকার খরচ বরাবরই বেশি। বছরে ১ কোটি ৯০ লাখ টাকা ম্যানেজ করতে পারলে আপনি মোটামুটি টেনশন ফ্রিভাবে থাকতে পারেন।
যারা এখনই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ নিয়ে বসেছেন তাদের এবার মোট খরচ কত হতে পারে সে-সম্পর্কে আইডিয়া দিই। এখানে স্কলারশিপ করতে হলে আপনাকে মোটমাট ৭ কোটির উপরে টাকা হাতে রাখতে হবে। কোর্স ফি, থাকা-খাওয়া, যাতায়াত সবকিছুই আপনি এই টাকায় ম্যানেজ করতে পারবেন।
যারা ভাবছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বড়সড় খরচের এমাউন্ট কোনোভাবেই কভার করতে পারবেন না তারা চাইলে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করতে পারেন। এতে করে ভাগ্যে থাকলে খরচের পরিমাণ অনেকটাই কমে আসবে।
বিশ্ববিদ্যালয়টিতে রোডস বৃত্তি নামে একটি বৃত্তি আছে। যা টিউশন ফি এবং থাকা-খাওয়ার খরচ কভার করে থাকে। আপনি চাইলে সেই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি আন্তজার্তিক বিভিন্ন তহবিল থেকেও অনেক সময় আর্থিক সাহায্যের অফার পাওয়া যায়। চাইলে সে সুযোগও নিতে পারেন।
এবার আসি যুক্তরাজ্যের ভিসার খরচের ব্যাপারে। একজন বাংলাদেশী স্টুডেন্ট হিসাবে আপনি কখনোই ভিসা ছাড়া ইউকে যেতে পারবেন না। সুতরাং ভিসা বাবদ আপনাকে খরচ করতে হবে ৪৭ হাজার ১৯০ টাকার মতো।
১. কত টাকা আয় করছেন বা পাচ্ছেন এবং কত টাকা খরচ করছেন তা প্রতি সপ্তাহে হিসাব করে নেবেন। অনলাইনে বিভিন্ন ট্র্যাকিং অ্যাপ পাবেন চাইলে সেসব ইউজ করতে পারেন।
২. ইউকের স্টুডেন্টরা চাইলে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারে। আপনি চাইলে সে সুযোগ লাগাতে পারেন। চিন্তা করবেন না, খরচ যেমন হচ্ছে ইনকামও তেমন হবে।
৩. সবসময় বাড়িতে রান্না করে খেতে পারেন। রেস্টুরেন্টে খাবারের বিল সাধারণত অনেক বেশি আসে। তাই গ্রোসারি শপিং করে নিজের রান্না নিজে করুন।
৪. চাইলে গাড়ি বা বাস এড়িয়ে চলতে সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনতে পারেন।
৫. লাইব্রেরিসহ বিশ্ববিদ্যালয়ের ফ্রি সার্ভিস যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার মাস শেষে বাড়তি খরচের ভয় করতে হবে না।
এই ছিলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কত হতে পারে এবং খরচ কমানোর টিপস নিয়ে বিস্তারিত গাইডলাইন। আশা করি ঠিকমতো কাজে লাগাতে পারে অনেকটাই উপকৃত হবেন। সঠিক পরিকল্পনা, বাজেটিং এবং বৃত্তির সুযোগ সবকিছু মাথায় রেখে এগিয়ে গেলে অনেক কম খরচেই হতে পারেন গ্র্যাজুয়েট।