জার্মান! যেনো অনেকের কাছেই স্বপ্নের দেশ। যারা হাই কোয়ালিটির ডিগ্রি, বাড়তি সুযোগ, পড়াশোনার ভালো পরিবেশ, ক্যারিয়ার গড়তে পারার সূবর্ণ সুযোগ সবকিছু একসাথে চাচ্ছেন তারা জার্মান বেছে নিতে পারেন। এক্ষেত্রে যদি স্কলারশিপের জন্য জার্মানের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
সম্পর্কে আইডিয়া থাকে তাহলে সিদ্ধান্ত নেওয়াটা আরো সহজ হবে। চলুন বিস্তারিত আলোচনায় যাই!
যাদের ইংরেজি এবং জার্মান ২ ভাষার উপরই ভালো দখল আছে তারা এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। জার্মানের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে এখানকার পড়াশোনার কোয়ালিটি এবং মান দু’টোই চমৎকার। বলে রাখা ভালো এই বিশ্ববিদ্যালয় আর্কিটেক্ট এবং টেক সেক্টরের পড়াশোনার জন্যে বেশ বিখ্যাত। যারা এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে স্কলারশিপ করতে চান তাদের বছরে গুনতে হবে ১ লক্ষ ২০ হাজার টাকার মতো।
যাদের বাজেট বছরে ১ লাখ টাকার মতো তারা জার্মানের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অফ মিউনিক বেছে নিতে পারেন। এটি জার্মানের অন্যতম সেরা একটি ভার্সিটি। বিভিন্ন টপিকের উপর আপনি এখানে ডিগ্রি অর্জন করতে পারবেন। তবে যাদের ইউনিক কোনো প্রতিভা আছে তাদের জন্য যে এই ভার্সিটি সেরা অপশন তা আর বলার অপেক্ষা রাখে না। ভালো একাডেমিক পারফরম্যান্স, আর্থিক সংকটের প্রমাণ এবং ভালো স্পোকেন স্কিল থাকলে আজই এই ভার্সিটিতে আবেদন করুন।
হাইডেলবার্গ ইউনিভার্সিটি হলো জার্মানের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি। এখানে পড়তে হলে বছরে আপনাকে ১ লাখ ১০ হাজার টাকার কাছাকাছি গুনতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে আপনি হাইডেলবার্গ গ্র্যাজুয়েট স্কুল অফ হিউম্যানিটিজ স্কলারশিপ এবং অন্যান্য ফান্ডিং অপশনসহ বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপ পাবেন। মনে রাখবেন এই প্রতিষ্ঠানটি জার্মানির সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির একটি। সো এখানে কম্পিটিশন কিছুটা হাই। তবে সে অনুযায়ী মানের ব্যাপারেও কোনো ছাড় নেই!
RWTH আখেন ইউনিভার্সিটিতে বছরে মাত্র ১ লাখ ৩০ হাজার টাকায় স্কলারশিপ কম্পলিট করার সুযোগ থাকছে। DAAD বা জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস এসব স্কলারশিপের আয়োজন করে থাকে। আপনার যদি ভালো একাডেমিক পারফরম্যান্স, রিলেটেড সাবজেক্টের উপর ভালো অভিজ্ঞতা এবং ইংরেজি ও জার্মান ভাষায় ভালো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনিও হয়ে উঠতে পারেন এই ইউনিভার্সিটির একজন যোগ্য স্টুডেন্ট!
যাদের প্রতি বছরের জন্য বাজেট ১ লাখ টাকার মতো তারা ইউনিভার্সিটি অফ মানহেইম জার্মান বেছে নিতে পারেন। এই ভার্সিটি মূলত merit-based স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। যাদের ফাইনানশিয়াল সমস্যা আছে তাদের জন্য ভার্সিটি হতে পারে বেস্ট অপশন। সুতরাং একাডেমিক রেকর্ড এবং একটি সাজানো গোছানো আবেদনপত্র রেডি করে আজই আবেদন করুন।
স্কলারশিপের জন্য জার্মানের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হিসাবে ইউনিভার্সিটি অফ ফ্রাইবার্গ কোনো অংশেই মন্দ না। এই ভার্সিটিতে আপনি বছরে ৯০,০০০/- খরচ করে গ্র্যাজুয়েট হতে পারবেন। ফ্রাইবার্গ DAAD স্কলারশিপ এবং অন্যান্য ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের আন্ডারে আপনি এসব স্কলারশিপের সুযোগ পাবেন। তবে হ্যাঁ এখানে আবেদন করতে হলে আপনার ভাষাগত দক্ষতা, ভালো একাডেমিক পারফরম্যান্স এবং প্রয়োজনে ভালো রিসার্চ এক্সপেরিয়েন্স থাকতে হবে।
ইউনিভার্সিটি অফ স্টুটগার্ট প্রত্যেকটি স্টুডেন্টকে বছরে মাত্র ১ লাখ ২০ হাজার টাকায় স্কলারশিপ কমপ্লিট করার সুযোগ দেবে। যা মূল দেওয়া হবে ব্যাডেন-ওয়ার্টেম্বার্গ স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে। যাদের ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা সায়েন্স সেক্টরে যাওয়ার আগ্রহ আছে এবং এর উপর ভালো একাডেমিক পারফরম্যান্স আছে তারাই মূলত এই ভার্সিটির স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
যাদের বাজেট প্রতি বছরে ১ লাখ ২০ হাজার টাকা তারা জার্মানির সেরা বিশ্ববিদ্যাল হিসেবে বেছে নিতে পারেন ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন। এই ভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের DAAD স্কলারশিপ সহ বিভিন্ন স্কলারশিপ অফার করে থাকে। ভালো একাডেমিক যোগ্যতা এবং ইংরেজি বা জার্মান ভাষায় ভালো দক্ষতা থাকলে আশা করি এই ভার্সিটিতে আপনি চান্স পেয়ে যাবেন। বলে রাখা ভালো ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন কিন্তু গবেষণার ক্ষেত্রে একটু বেশিই জোর দিয়ে থাকে।
ইউনিভার্সিটি অফ টিউবিঞ্জেন হলো জার্মানের সেরা বিশ্ববিদ্যালয়গুলির একটি। এখানে স্কলারশিপ করতে হলে বছরে আপনাকে ১ লাখ টাকা গুনতে হবে। টিউবিঞ্জেন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ফান্ডিংয়ের আন্ডারে আপনি এই ভার্সিটির স্কলারশিপে সুযোগ পাবেন। ইউনিভার্সিটি অফ টিউবিঞ্জেন মানবিক ও সামাজিক বিজ্ঞান প্রোগ্রামের জন্য বেশ জনপ্রিয়। সো ট্রাই করতে পারেন।
কার্লসরু ইনস্টিটিউট অফ টেকনোলজির খরচ বছরে ১ লাখ ৩০ হাজার টাকা। KIT বিশেষভাবে DAAD এর মাধ্যমে বিভিন্ন স্কলারশিপের আয়োজন করে থাকে। ভালো একাডেমিক রেকর্ড এবং বিজ্ঞান বা প্রকৌশলে ভালো অবস্থান থাকলে এখানে সুযোগ পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে।
আশা করি আমরা আগামীতে স্কলারশিপের জন্য জার্মানের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়েই আপনাকে দেখতে পাবো। সুতরাং শিক্ষার গুণগত মান বজায় রেখে গ্র্যাজুয়েটেড হতে ইউজ করুন জার্মান কার্ড!