ওমান টু কানাডা ভিসা: জেনে নিন সকল অজানা তথ্য এবং আবেদনের নিয়মাবলি
আপনি কি ওমান থেকে কানাডা কাজের ভিসা খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে আমাদের আজকের এই আর্টিকেলটি কেবল আপনার জন্যেই।
বলা হয়ে থাকে চাকরির সুযোগ এবং শান্তিতে বাঁচার জন্যে কানাডার চাইলে ভালো অন্য কোনো দেশ হয়না। তবে ভাবনার বিষয় হলো ওমান থেকে কানাডায় যাওয়ার প্রক্রিয়া একই সাথে সহজ এবং জটিল।
ওমান থেকে কানাডা কাজের ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে একদিকে যেমন ঘরে বসে আবেদন করার সুযোগ আছে, ঠিক তেমনই অন্যদিকে বারবার পরিবর্তিত নিযমসহ অন্যান্য বিষয় মাথায় রেখে আবেদন করার মতো জটিলতাও রয়েছে।
এসব জটিলতা দূর করতে চাই তথ্য। চলুন তবে এবারে ওমান থেকে কানাডা কাজের ভিসা কিভাবে পাবেন এবং এ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক।
মূলত এক্সপ্রেস এন্ট্রি হলো এমন একটি একটি পয়েন্ট-ভিত্তিক সিস্টেম যা দক্ষ কর্মীদের কানাডা পিআর ভিসা আবেদন করতে এবং পেতে সাহায্য করে।
এই ভিসার ইমিগ্রেশন পয়েন্ট, সুবিধা বা ভিসাটি আদৌ পাবে কিনা তা নির্ভর করে আবেদনকারীর বয়স, কাজের অভিজ্ঞতা, ভাষার দক্ষতা ইত্যাদির উপর ভিত্তি করে।
মূলত আবেদনকারীর বয়স, কাজের অভিজ্ঞতা, ভাষার দক্ষতা ইত্যাদির উপর ভিত্তি করে আবেদনকারীকে একটি স্কোর দেওয়া হয়। যাকে CRS বা Comprehensive Ranking System স্কোর বলা হয়ে থাকে৷
সবশেষে ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা বা IRCC একটি ড্র এর আয়োজন করে।
সবচেয়ে মজার ব্যাপার হলো পরবর্তীতে এই ড্র এর মাধ্যমে নির্বাচিত আবেদনকারীরা IRCC থেকে কানাডিয়ান স্থায়ী বসবাসের জন্য আবেদন করার আমন্ত্রণ গ্রহণ করেন৷
সুতরাং যারা ওমান থেকে কানাডার কাজের ভিসা পেতে চান তারা এই এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের সাহায্য নিতে পারেন।
যারা ওমান থেকে কানাডা কাজের ভিসা পেতে চান তারা এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম ছাড়াও PNP সিস্টেমের সাহায্য নিতে পারেন৷ প্রাদেশিক নমিনি প্রোগ্রাম বা PNP সিস্টেমকে মূলত কানাডা যাওয়ার মূল পথ বলা হয়ে থাকে।
কানাডায় স্থায়ী বসবাসের জন্য মূলত ইন্ডাইরেক্টলি এই সিস্টেম ব্যবহার করা হয়। এখানে বলে রাখা উচিত যে প্রাদেশিক নমিনি প্রোগ্রামে (PNP) নির্বাচিত একজন আবেদনকারী অনুমোদন হিসাবে একটি প্রশংসাপত্র পান৷ যা একজন আবেদনকারীকে ওমান টু কানাডাযর ভিসা পেতে সাহায্য করে।
শুধুমাত্র ভিসা পাওয়ার প্রসেসিং জানলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন, তা কিন্তু নয়। বরং ওমান থেকে কানাডা কাজের ভিসা পাওয়ার সহজ উপায় হলো নিজের স্কিল ডেভলাপ করে একটি সুন্দর সিভি রেডি করা। কাজের উপর দক্ষতা থাকলে এবং সাজানো গোছানো সিভি থাকলে সহজেই ঘরে বসেই আবেদন করতে পারবেন পছন্দ কানাডিয়ান জবের জন্যে৷
ওমান থেকে কানাডা ভিসা আবেদন করার জন্য আপনার যদি সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে নিকটস্থ ভিসা সেন্টারে যোগাযোগ করুন। কিংবা তাদের নির্দিষ্ট নাম্বারে কল করে প্রয়োজনীয় তথ্য জেনে নিন। ওমান থেকে কানাডা কাজের ভিসা কিভাবে পাওয়া যায় সে-সম্পর্কে তো বিস্তারিত জানলেন। এবারে আবেদনের পালা। আশা করি সঠিক পদ্ধতিতে আবেদন সম্পন্ন করে আপনিও একজন কানডিয়ান প্রবাসী হওয়ার সুযোগ লাভ করবেন।