আমি আগেও একটা পোস্ট দিয়েছিলাম এই বিষয়টা নিয়ে। 53.7k মানুষ পছন্দ করেছেন পোস্টটা ও 3k শেয়ারও করেছেন। যদিও ঐ পোস্টের মধ্যে আমি বিষয়টা নিয়ে খুব details তথ্য দিতে পারি নি। তবে যতটুকু দেয়েছিলাম তা 100% সঠিক।
পরে আমি বিষয়টা নিয়ে আরো বেশি তথ্য ম্যানেজ করেছি। আপনারা কানাডিয়ান ওয়েবসাইটে সকল বিষয়ের সব তথ্য পেয়ে যাবেন তারপরেও আমি বাস্তবে যারা বা যেসব ইন্টান্যাশনাল স্টুডেন্ট তাদের বাচ্চাদের জন্য কানাডিয়ান সরকারের বেনিফিটস পাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরেও যদি কোথাও কোনো ইনফরমেশন আমি মিস করি দয়া করে আমাকে জানাবেন। ভুল সবারই হয়।
এখন কাজের কথায় আসি।
সর্বপ্রথম বলে নিচ্ছি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার স্পাউস ও বাচ্চাদের একেবারে শুরুতেই সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। যারা পরে আনতে চান তারাও পারবেন। সেক্ষেত্রেও এখন অনেক দ্রুত সময়ে স্পাউস আনতে পারছেন স্টুডেন্টরা। স্পাউসরা কানাডায় এসে ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। অর্থাৎ কানাডার যে কোনো employer এর অধিনে ফুল টাইম কাজ করতে পারবেন।। কোনো জব অফার লাগবে না। স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করতে পারবেন তারমানে সপ্তাহ ২০ ঘণ্টার লিগ্যালি কাজ করা যাবে। যদিও 2023 সালের সম্ভাবত ডিসেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি ফুলটাইম কাজের অনুমতি রয়েছে।
এবার দেখা যাক ইন্টান্যাশনাল স্টুডেন্টদের বাচ্চারা কী কী বেনিফিটস পাবে?
1. পাবলিক স্কুলে ফ্রি পড়ালেখা করতে পারবে।
2. ডেকেয়ারে ফ্রি থাকতে পারবে (ইনকামের ওপর ডিপেন্ডস)
3. কানাডার চাইল্ড বেনিফিট পাবে। (CCB)
ডেকেয়ারে ফ্রি বা থাকার সুযোগ ও চাইল্ড বেনিফিট পাওয়ার জন্য কিছু শর্ত আছে।
ডেকেয়ারে সুযোগ পাওয়ার জন্য ইন্টান্যাশনাল স্টুডেন্টকে ট্যাক্স রিটার্ন সাবসিডি অফিসে সাবমিট করতে হবে। তারপর সরকার ইনকামের ওপর ভিত্তি করে বাচ্চার ডেকেয়ারের সাবসিডি মানে পে করে থাকে। সরকার পে করে। একটা নির্দিষ্ট এমাউন্ট আছে তার নিচে হলে একেবারে ফ্রি। তো স্টুডেন্টদের ইনকাম তো কমই থাকে তাই তারা অধিকাংশই ফ্রি ডেকেয়ার সুবিধা পান। যে কয়টা বাচ্চা থাকুক সবাই ফ্রি থাকতে পারবে। ইনকাম বেশি হলে কিছু পে করতে হয়। আর অনেক বেশি ইনকাম যাদের তারা কোনো সাবসিডি পান না। এই সুবিধা পাওয়ার জন্য বাবা-মা দুই জনকেই ফুল টাইম একটিভিটিস করতে হবে। যেমন; পড়াশোনা বা চাকরি। একজন পড়বে আরেক জন ঘরে বসে থাকবে সেটা হবে না।
চাইল্ড বেনিফিট: ইন্টান্যাশনাল স্টুডেন্টরা আসার পরপরই এই সুবিধাটা পান না। তাদের কমপক্ষে ১৮ মাস অপেক্ষা করতে হবে। ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। তারপর আবেদন করলে চাইল্ড বেনিফিট পাওয়া যাবে। এক্ষেত্রেও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ও তার স্পাউসকে ফুল টাইম একটিভিটিস করতে হবে। হয় পড়াশোনা না হলে জব। স্টুডেন্টকে তো পড়তেই হবে। এক জন ঘরে বসে থাকলে হবে না। এক্ষেত্রে ঐ স্টুডেন্টকে ফুলটাইম স্টুডেন্ট হতে হবে। কোনো রকম পার্ট টাইম হলে হবে না। এখানে কে কোনো বিষয়ে পড়ছেন, ডিপ্লোমা পড়ছেন, না ব্যাচেলর ডিগ্রি পড়ছেন সেটা কোনো সমস্যা না। আর কতো পাবেন?
For each eligible child: under 6 years of age: $7,437 per year ($619.75 per month); aged 6 to 17 years of age: $6,275 per year.
পৃথিবীর যে কোনো দেশ থেকে আসা সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসব সুবিধা পাবেন।
পড়া শেষে ফুলটাইম স্টুডেন্টরা যারা দুই বা অধিক বছরের কোর্স করেছেন তারা তিন বছরের ওয়ার্ক পারমিট পাবেন।
এক বছর কাজ করার পর PR permanent resident এর জন্য আবেদন করতে পারবেন।
PR পাওয়ার পর সিটিজেনের আবেদন করতে পারবেন।
You must be physically present in Canada as a permanent resident for 1,095 days within the five (5) years immediately before applying for citizenship.
PR বা সিটিজেন স্টুডেন্টরা বাবা-মাকে sponsor করে আনতে পারবে।
সুতরাং স্টুডেন্টরা অনেক সুযোগই পাচ্ছেন কানাডায়।
আপনাদের সবার মঙ্গল হোক।
কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।