প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
প্রবাসী

এখন থেকে অনলাইনেই দেশের যে কোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন তারা। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করা যাবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। নিয়ন্ত্রক সংস্থা জানায়, বাংলাদেশে সক্রিয় যে কোনো ব্যাংকের এডি (অথরাইজড ডিলার) শাখার মাধ্যমে খোলা এ ব্যাংক হিসাবে টাকায় লেনদেন করা যাবে।

বিদেশি লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি পাওয়া শাখাই এডি হিসেবে পরিচিত। এ শাখা আমদানি-রপ্তানিসহ বিদেশি মুদ্রার লেনদেন করতে পারে। এর আগে গত জানুয়ারিতে অনিবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের নন রেসিডেন্ট

ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট তথা এনআইটিএ বা নিটা হিসাব খোলার প্রক্রিয়া সহজ করেছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে বিনিয়োগে অনিবাসীদের পরিচালিত টাকায় ব্যাংক হিসাবকে নিটা হিসাব বলা হয়। বিদেশি মুদ্রার বিপরীতে সমপরিমাণ স্থানীয় মুদ্রা তাদের নিটা হিসাবে জমা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের অনলাইন প্ল্যাটফরমে অনিবাসীদের তথ্য পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা করার সুযোগ থাকতে হবে। আবেদন পাওয়ার পর তা অনলাইনে যাচাই-বাছাই করে টাকায় ব্যাংক হিসাব খুলে দিতে পারবে ব্যাংক। এ জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়, এ ব্যাংক হিসাবে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করতে পারবেন গ্রাহক। এ জন্য ব্যাংকগুলোর ওয়েবসাইটে আন্তর্জাতিক লেনদেন সুবিধা যুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ