কুমিল্লার নাঙ্গলকোটে কিশোর হাফেজ কে বলাৎকারের অভিযোগে হাফেজ জমির উদ্দিন (২৩) নামের এক মাদ্রাসা পরিচালক কে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দৌলখাঁড় ইউপির ডুবাইর বাজার হুফ্ফাজুল কুরআন মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। সে ওই ইউপির বাম মজুমদার পাড়া গ্রামের প্রবাসী সহিদ উল্লাহর ছেলে। শনিবার (১৫-জুলাই) সকালে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ডুবাইর বাজার হুফ্ফাজুল কুরআন মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের এক কিশোর হাফেজকে সুকৌশলে মাদ্রাসার বিতরে বলাৎকার করে জমির উদ্দিন। গত শুক্রবার দ্বিতীয় বার আবার বদলৎকার করতে গেলে ওই কিশোর হাফেজ ঘটনাটি তার মাকে খুলে বলে। এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এক পর্যায়ে এলাকাবাসী মাদ্রাসা পরিচালক জমির উদ্দিনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শনিবার সকালে মাদ্রাসা তালা দিয়ে সকল শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে অভিভাবকরা।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, বলাৎকারের অভিযোগে জমির উদ্দিনকে আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনা কিশোরের মা বাদি হয়ে থানা মামলা করেন।