যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ায় ইসরাত জাহান মিম নামের ২৪ বছরের একটি মেয়ে পা পিছলে লেগে পরে মৃত্যুবরণ করে। জানা যায় মেয়েটি একজন বাংলাদেশী প্রবাসী। মাত্র ২৪ বছর বয়সে তরুণীর মৃত্যু যেন কোনভাবে মেনে নিতে পারছেন না যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশের প্রবাসীরা।
এটা ইসরাত আজিম মিম দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করছিলেন। ইতিমধ্যেই তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করছেন।
জানা যায় মৃত্যুর সময় তিনি সাউথ লেক তাহোতে ঘুরতে যান। এটি যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ার বেশি জনপ্রিয় একটি লেক।
লেকটিতে তিনি পা পিছলে পড়ে এক্সিডেন্ট করার পর সংশ্লিষ্টজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নিয়োগকৃত চিকিৎসকেরা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে।
ইসরাত আজিম মিম মূলত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনা এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুল আজিমের সবার ছোট মেয়ে।
নিহতের মামাতো ভাই সাজিদ শান্ত বলেন, ইসরাত আজিম মিম ঘুরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার ৭ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভার্জিনিয়া শহরে তাকে দাফন করা হবে।
ইসরাত আজিম মিম এর মৃত্যুতে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনা এলাকায় যেন সুখের ছায়া নেমে এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মোয়াম্মেল জানান, ইসরাত আজিম মিম এর বাবা-মা সন্তানকে হারিয়ে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় ইতিমধ্যেই বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ পাক যেনো ইসরাত আজিম মিমের পরিবারকে সুখ সহ্য করার তৌফিক দান করেন।