আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে আন্তঃ জেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মোটর মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
২২ অক্টোবর নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির অভিযোগ, সমাবেশ বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে কোনো কারণ ছাড়া বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, বাস মালিকরা এ দুই দিন বাস না চালানোর ঘোষণা দিয়েছেন। শ্রমিকরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বাস চলাচল বন্ধের ঘোষণাকে বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করার কৌশল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকার সমর্থকরা পরিকল্পিতভাবে কাজটি করেছে।