মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এক মাসের ব্যবধানে গুয়ানাজুয়াতো রাজ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা। খবর আল-জাজিরার।
স্থানীয় সময় শনিবার ইরাপুয়াতো শহরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় একটি সশস্ত্র দল বারে প্রবেশ করে কাস্টমার এবং স্টাফদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তবে কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের দেয়া হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এই অঞ্চলে ২ হাজার ১১৫ জন নিহত হয়েছেন। উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল।