শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বরগুনা কোরক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাকিবুল হাসানকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে কোরক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শনিবার সকাল দশটায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

গত ১০ অক্টোবর সোমবার সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার সময় ধানসিঁড়ি সড়কে ওঁৎ পেতে থাকা তার সৎভাই রিপন ও তার সহযোগীরা শিক্ষক মোঃ রাকিবুল হাসানেরর পথ আগলে দাঁড়ায় এবং রামদা দিয়ে নির্মমভাবে কুপিয়ে জখম করে।

বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোরক সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক আবদুল আলীম লিটন জানান, পিতার পেনশনের টাকার ভাগাভাগির জের ধরে এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আসাদুজ্জামান রিপন(৪০) ও মমতাজ বেগমকে (৫৮) আসামি করে  শিক্ষক রাকিবের পিতা আমজাদ হোসেন বাদী হয়ে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩/৩২৬, তাং- ১০.১০.২০২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ